বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সাউন্ড সিস্টেম মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান
রাঙামাটিতে সাউন্ড সিস্টেম মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান
ষ্টাফ রিপোর্টার :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) কেক কাটার মধ্য দিয়ে রাঙামাটি সাউন্ড সিস্টেম মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান ১৪ডিসেম্বর বুধবার শহরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি সাউন্ড সিস্টেম মালিক সমিতির সভাপতি মো. মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোয়াজ্জেম হোসাইন, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি সাউন্ড সিস্টেম মালিক সমিতির সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, একটি সংগঠন মানে শৃংখলা, নিয়মনীতি ও আইন মেনে চলা। বিগত দিন গুলোতে শহরে দেখা যেত নিয়মনীতি না মেনে উচ্চ আওয়াজে সাউন্ড বাজানো হতো। যা সাধারণ মানুষ ও আগত পর্যটকদের সমস্যা হতো। কিন্তু এই সমিতি গঠন হওয়ার পর থেকে এসব অনিয়ম অনেকাংশে কমে গেছে এটি অবশ্যই প্রসংসার দাবী রাখে। বক্তরা বলেন, সংগঠনে নের্তৃত্বের যোগ্যতা তখনই আসবে যখন একটি সংগঠন সুশৃংখলভাবে পরিচালিত করতে পারবে। তাই ভবিষ্যতে সুষ্টভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সংগঠনটি পরিচালনা করারও পরামর্শ দেন বক্তরা।