বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে যুবলীগ নেতা জাফরু গ্রেফতার প্রতিবাদে বিক্ষোভ
গাবতলীতে যুবলীগ নেতা জাফরু গ্রেফতার প্রতিবাদে বিক্ষোভ
বগুড়া জেলা প্রতিনিধি :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৭মি.) বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকারকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খানের বাদীত্বে বিস্ফোরক মামলা এবং উপজেলা ফুড অফিসার একেএম আজাদের বাদীত্বে ফুড অফিস ভাঙচুর মামলায় ওয়ারেন্টমূলে পুলিশ ১৪ ডিসেম্বর বুধবার দুপুরে গাবতলী বন্দর যুবলীগের আঞ্চলিক কার্যালয় হতে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাফরু পাইকার পৌর সদরের পাইকারপাড়া গ্রামের ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল পাইকারের ছেলে।
এদিকে জাফরু পাইকারকে গ্রেফতারের প্রতিবাদে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের উদ্যোগে তাৎক্ষণিকভাবে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাফরু পাইকারকে গ্রেফতারের সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি থানার এসআই আবু জাররা ভেঙে ফেলায় বিক্ষোভকারীরা এসময় আবু জাররার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানার তিনমাথার মোড়ে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা) সকল প্রকার যানবাহন ও দোকানপাট বন্ধ ছিল। পরে এক প্রতিবাদ সমাবেশ থানার তিনমাথার মোড়ে উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ইমারত আলী, জেলা যুবলীগ নেতা নাছিরুজ্জামান টিটো, সাজেদুর রহমান সিজু, কামরুল হুদা রাজু, আবু সাইদ লেলিন, মাসুম তালুকদার, আহমেদুর রহমান ডালিম,আরিফুর রহমান, নুরেজ্জামান সিদ্দিক, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সোহেল বাকী, সাধারণ সম্পাদক শাজাহান আলী, যুগ্ম সম্পাদক রাহেনুর রহমান রায়হান, সাংগঠনিক সম্পাদক মিঠু পাইকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক স্বাধীন, যুবলীগ নেতা আলমগীর, শংকর কুমার রায়, সুলতান মাহমুদ, রিমন, মুন পাইকার, নিরাশ পাইকার, চঞ্চল, আমিনুল, মিল্লাত, রাসেল, শংকর, আসাদুর পৌর যুবলীগের সভাপতি হযরত আলী হিরন, সহ-সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আলী পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মোহন ছাত্রলীগ নেতা বিপ্লব সরকার, রাকিব প্রমূখ।
সমাবেশে বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে গ্রেফতারকৃত জাফরু পাইকারের মুক্তির দাবী জানান।