বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব সড়ক দূর্ঘটনায় আহত
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব সড়ক দূর্ঘটনায় আহত
ঢাকা প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মি.) ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মারাত্নক সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৪.৪৩ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বড়দারোগারহাট এলাকায় এই সড়ক দূর্ঘটনা সংগঠিত হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী চট্টগ্রামে বিজয় দিবসে একাধিক অনুষ্ঠান ও বাবার জেয়াফত যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়ক পথে শ্যামলী পরিবহনের বাস যোগে রাত পৌনে ১২ টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। চালক ঘন কুয়াশা উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। ভোর রাত ৪.৪৩ ঘটিকায় দুই বাস প্রতিযোগিতা মূলকভাবে চালাতে গিয়ে সংগঠনের মহাসচিব সহ অন্যন্য যাত্রীদের বহনকারী ঢাকা মেট্রো ব ১৪-৪৪৮৬ বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রোড ডিভাইডারের উপরে উঠে পড়ে। এতে গাড়িতে থাকা ৩৬ যাত্রী আহত হয়। স্থানীয় বার আউলিয়া হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ভোর ৬ টা ঘটনাস্থলে পৌছে আহত লোকজনদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এই সময় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।