বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব সড়ক দূর্ঘটনায় আহত
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব সড়ক দূর্ঘটনায় আহত
ঢাকা প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মি.) ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মারাত্নক সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৪.৪৩ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বড়দারোগারহাট এলাকায় এই সড়ক দূর্ঘটনা সংগঠিত হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী চট্টগ্রামে বিজয় দিবসে একাধিক অনুষ্ঠান ও বাবার জেয়াফত যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়ক পথে শ্যামলী পরিবহনের বাস যোগে রাত পৌনে ১২ টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। চালক ঘন কুয়াশা উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। ভোর রাত ৪.৪৩ ঘটিকায় দুই বাস প্রতিযোগিতা মূলকভাবে চালাতে গিয়ে সংগঠনের মহাসচিব সহ অন্যন্য যাত্রীদের বহনকারী ঢাকা মেট্রো ব ১৪-৪৪৮৬ বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রোড ডিভাইডারের উপরে উঠে পড়ে। এতে গাড়িতে থাকা ৩৬ যাত্রী আহত হয়। স্থানীয় বার আউলিয়া হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ভোর ৬ টা ঘটনাস্থলে পৌছে আহত লোকজনদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এই সময় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন