বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে গণ উপদ্রপ আইনে ১জনের কারাদন্ড
খাগড়াছড়িতে গণ উপদ্রপ আইনে ১জনের কারাদন্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ পৌঁষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৬মি.) খাগড়াছড়ি জেলার পানছড়িতে গণ উপদ্রপ আইনে এক জনকে ৩ মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
পানছড়ি থানা সূত্রে জানাযায়, উপজেলার পাইলটফার্ম এলাকার বাসিন্দা মো. বাহদুর মিয়ার ছেলে আব্দুল মালেক রাজা (৩৫) ১৫ ডিসেম্বর আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশা এনজিও‘র কর্মী কিরণ জ্যোতি চাকমাকে মারধর করে। এই অভিযোগ পানছড়ি থানায় করা হলে পানছড়ি থানার এসআই সমর বড়ুয়া’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সকাল ১১টার দিকে আব্দুল মালেক’কে বাস টার্মিনাল এলাকা থেকে আটক করে।
পরে তাকে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যেট মো. জাহিদ হোসেন ছিদ্দিকের আদালতে হাজির করলে ৫৫৫/২০১৬ মামলা দাখিল করে গণ উপদ্রপ আইনের দণ্ড বিধি ২৯১ মোতাবেক ৩ মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন। পানছড়ি থানার এস আই সমর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজা প্রাপ্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।