বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত
খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত
মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি:: (১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে খাগড়াছড়ি সদর উপজেলা মুক্তিযোদ্ধা ও জেলা ইউনিট কমান্ড। এ দিবসটি উপলক্ষে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে র্যালি, আলোচনাসভা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
র্যালীটি জেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে খাগড়াছড়ি হানাদার মুক্তির ইতিহাস তুলে ধরেন বক্তারা।
খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারত প্রথ্যাগত ট্রাস্টফোর্স চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ গোফরান ফারুকী (রাজস্ব), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম প্রমূখ।
এছাড়াও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহমান সহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা এসময় উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদারমুক্ত হয়, এ দিন মুক্তিযোদ্ধারা মিজো ও পাকিস্তানি সেনাদের হটিয়ে খাগড়াছড়িকে শত্রু মুক্ত করেন। ওই দিন থেকে খাগড়াছড়িতে সরকারি-বেসরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দল যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করে আসছে।