সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » ফুলবাড়িয়ায় পাগলা কুকুর আতঙ্ক : একদিনে আহত ১৯
ফুলবাড়িয়ায় পাগলা কুকুর আতঙ্ক : একদিনে আহত ১৯
ময়মনসিংহ প্রতিনিধি :: (৫ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ের আতঙ্ক বিরাজ করছে। একদিনে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের তিন গ্রামে পাগলা কুকুর কামড়িয়ে ১৯ জনকে আহত করেছে।
সোমবার ১৯ ডিসেম্বর পাগলা কুকুর কামড়ে আহতদের মধ্যে অধিকাংশই শিশু এবং স্কুলগামী।
এলাকায় খোঁজ নিতে গিয়ে বাঁশদী গ্রামের স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে তিতারচালা গ্রাম থেকে একটি কুকুর বাঁশদী গ্রামে প্রবেশ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে দৌড়ে পালিয়ে গেছে।
পরে ভবানীপুর গ্রামে এলাকার লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে ধরে মেরে ফেলে।
এদিকে আহত অনেকে আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় তাদের দ্বারা ভ্যাকসিন কেনা সম্ভব হচ্ছে না । ফলে আহতদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
কুকুরের কামড়ে আহতরা হলো- বাঁশদী গ্রামের সুমাইয়া (১ম শ্রেণী), ফরহাদ (১ম শ্রেণী), সামিয়া (৩য়), বিথী (৯ম), বায়োজিদ (নার্সারী), সিফাত (প্রি-প্রাইমেরী), জাকির হোসেন (৪র্থ), ছোয়া (১ম), বিলকিছ (৩য়), শফিকুল ইসলাম (২য়), ঝর্ণা (৪০বছর), তিতারচালা ও রামনগর গ্রামে রয়েছে আরও অজ্ঞাত ৮জন। তাদেরকে আছিম উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে আছিম উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান কুকুরের কামড়ে আহত ৮জনকে সেলাই করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতাউল জলিল জানান, উপজেলা পর্যায়ে ভ্যাকসিন দেয়ার কোন সুযোগ নেই। আমরা এসকে হাসপাতালে স্থানান্তর করতে পারবো। যদি সাপ্লাই থাকে তবে অবশ্যই ফ্রি চিকিৎসা নিতে পারবে।