মঙ্গলবার ● ২০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » লামায় স্বামীর নির্যাতনে প্রাণ গেল স্ত্রীর : আটক ১
লামায় স্বামীর নির্যাতনে প্রাণ গেল স্ত্রীর : আটক ১
লামা থেকে ফিরে নুর হোসেন, বান্দরবান প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় বিকাল ৫.২৫মি.) বান্দরবানের লামা উপজেলায় স্বামীর নির্যাতনে রুবি আক্তার (৩২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রুবি আক্তার বনপুর গ্রামের বাসিন্দা মৃত নুরুল কবিরের মেয়ে। সে তিন সন্তানের মা। ঘাতক স্বামী নাজেম উদ্দিন একই গ্রামের বাসিন্দা আবদুল মজিদের ছেলে। এ ঘটনায় নুরুল আলম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী নাজেম উদ্দিন গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে নাজেম উদ্দিন তার স্ত্রী রুবি আক্তারকে প্রায় সময় শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতো। এক পর্যায়ে গত ১২ ডিসেম্বর সকাল ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে স্বামী নাজেম উদ্দিন। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এক পর্যায়ে চিকিৎসাধিন অবস্থায় ১৮ ডিসেম্বর রবিবার রাতে রুবি আক্তার মারা যান। পরে এ ঘটনায় স্বামী নাজেম উদ্দিনসহ ছয়জনকে আসামী করে ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে লামা থানায় মামলা করে মৃতের পরিবার। মামলার ভিত্তিতে পুলিশ সোমবার অভিযান চালিয়ে নুরুল আলম নামের একজনকে আটক করে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়া হোসেন বলেন, রুবি আক্তারের মৃত্যুর ঘটনায় মামলার এজাহারভুক্ত নুরুল আলম নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।