বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান
খাগড়াছড়িতে প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলায় কারিতাস চট্টগ্রাম অঞ্চলের এসডিডিবি প্রকল্প’র উদ্যোগে খাগড়াছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড’র প্রবীণ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে আয় বৃদ্ধিমূলক কাজে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে কারিতাস।
২১ ডিসেম্বর বুধবার দুপুরে ১নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিবন্ধীদের আয়োজিত বার্ষিক সমাবেশ অনুষ্ঠানে এসব নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে জুনিয়র কর্মসূচি’র কর্মকর্তা মৃদুল কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান আম্যে মারমা।এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ’র মেম্বার, সামাজের গন্যমান্য ব্যাক্তিবর্গসহ কারিতাস আলোঘর প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি সুবিধাভোগীদের মাঝে ৮ হাজার টাকা করে মোট ৭ জনকে ৫৬ হাজার টাকা প্রদান করেন। উপকারভোগীগন গ্রহনকৃত টাকা দিয়ে আয় বৃদ্ধি করার জন্য ছাগল ক্রয় করবেন বলে জানান।