বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত
আলীকদমে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৭ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’ এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের আলীকদমে উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজসেবা কার্যালয় ও কারিতাস এসডিডিবি প্রকল্প এর যৌথ উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৬। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম এর নেতৃত্বে ২১ ডিসেম্বর বুধবার সকাল দশটায় আলীকদম উপজেলা চত্বর থেকে র্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সভাস্থলে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, আলীকদম থানার সেকেন্ড অফিসার এসআই লিয়াকত আলী, বেসরকারী সংস্থা কারিতাসের খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ সহায়ক শামসুল হক প্রমূখ।
সভায় বক্তারা বলেন আলীকদম উপজেলায় মোট ১০৬৬ জন প্রতিবন্ধী আছে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনজাপন উন্নয়নে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়ন করছে। বক্তারা আরো বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন জাপন উন্নয়নের সমাজে সকল স্থরের মানুষকে এগিয়ে আসতে হবে। অন্যথায় আমাদের সমাজের একাংশ পিছিয়ে পড়বে। আর পিছিয়ে পড়া ওই অংশকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়।
বক্তারা এধরণের আয়োজন করার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি প্রতিবন্ধী মেলা আয়োজন করার আহবান জানান।