বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » কাউখালীতে মাতৃভাষা স্কুলে ফ্রি হেলথ ক্যাম্প
কাউখালীতে মাতৃভাষা স্কুলে ফ্রি হেলথ ক্যাম্প
কাউখালী প্রতিনিধি :: (৭ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৬মি.) রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় বে-সরকারী উন্নয়ন সংস্থা পরিচালিত মাতৃভাষার স্কুলের ছাত্র ছাত্রীদের ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ফ্রি হেলথক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
ফ্রি হেলথ ক্যাম্প উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রজেক্ট কো অর্ডিনেটর বিক্রম কিশোর খীসা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সেয়দ কামরুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কাউখালী শাখার উপজেলা প্রকল্প অফিসার অংসুইলা মারমা, সাংবাদিক মো. ওমর ফারুক ,ডা. সান্তনা চাকমা ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র উপজেলা ফিল্ড অফিসার অং প্রু মারমা, ফিল্ড অফিসার সৌরভ চাকমা সহ কাউখালী উপজেলায় পরিচালিত মাতৃভাষার ১৬টি স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক, শিক্ষক শিক্ষিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহায়তায় কাউখালী উপজেলায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক ১৬টি মাতৃভাষার স্কুল পরিচালিত হচ্ছে। এসব পরিচালিত স্কুলের অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের ফ্রি হেলথক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।