বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন (ভিডিওসহ)
খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন (ভিডিওসহ)
সুগত চাকমা, ষ্টাফ রিপোর্টার :: (৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.১৬মি.) খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন পালন করা হয়েছে।
২২ ডিসেম্বর বৃহসপতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কাযলয়ের সামনে খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ ।
মানববন্ধনে রাঙামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক গিরিদপণ পত্রিকার সম্পাদক সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, সাংবাদিক সুনিল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক নন্দন দেব নাথ, রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাংবাদিক মো. হান্নান, রাঙামাটি জার্নালিষ্ট নেটওয়ার্ক সভাপতি সাংবাদিক শান্তিময় চাকমা ও সাধারন সম্পাদক সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু,সাংবাদিক সৈয়দ মাহাবুবুর রহমান চৌধুরী,সাংবাদিক সামছুল আলম, সাংবাদিক ইলিয়াস,সাংবাদিক ইয়াসিন রানা, সাংবাদিক উ রাখাইন কায়েস, রাঙামাটি ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আলোকচিত্র সাংবাদিক সুপ্রিয় চাকমা, সাংবাদিক পলাশ চাকমা, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক হিমেল চাকমা, সাংবাদিক কামাল উদ্দিন, সাংবাদিক কামাল হোসেনসহ রাঙামাটি পার্বত্য জেলায় কমরত সর্বস্তরের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন থেকে খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানান।
গতকাল বুধবার ২১ ডিসেম্বর খাগড়াছড়িতে নিরাপত্তার দাবীতে ৩৫ সাংবাদিকের জিডি আদালতে পাঠিয়েছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিকদের জিডির বিষয়টি তদন্তের অনুমতি চেয়ে বুধবার ২১ ডিসেম্বর আদালতে আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাঈন উদ্দিন ভূইয়া। আদালতের নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম চৌধুরী।
প্রসঙ্গত, ও এ সময় ঘটনাস্থলে উপস্থিত সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ও সদর ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সন্ত্রাসীদের নিবৃত্ত না করে উল্টা সাংবাদিকদের কর্মসূচী সংক্ষিপ্ত করে চলে যাওয়া পরামর্শ দেন। যা মানববন্ধনে অংশ নেওয়া সকল সাংবাদিককে হতবাক করেছে।
ঘটনার আকস্মিকতায় সাংবাদিকেরা তাৎক্ষনিক খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. মজিদ আলীর সঙ্গে দেখা করে তাঁদের বিষয়টি জানান। সাংবাদিকেরা থানায় জিডি করেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর খাগড়াছড়িতে প্রথম আলো’র খাগড়াছড়ির আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীকে ধরে নিয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম কর্তৃক মারধরের প্রতিবাদে মঙ্গলবার (২০ ডিসেম্বর) খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে মেয়র মো. রফিকুল আলমের অনুগত হিসেবে পরিচিত মো. দিদার ওরফে কসাই দিদারের নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জন সন্ত্রাসী ‘একটি-দুটি সাংবাদিক ধর, ধরে ধরে জবাই কর,সাংবাদিকদের আস্তানা-জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ইত্যাদি শ্লোগান দিয়ে জঙ্গী মিছিল নিয়ে মানববন্ধনস্থলে হাজির হয়। একপর্যায়ে তারা মানববন্ধন কর্মসূচিতে ব্যবহারের জন্য সাংবাদিকদের আনা মাইক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল ও মানববন্ধনে অংশ নেওয়া প্রত্যেক সাংবাদিককে জবাই করে হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য রাখে কসাই দিদার। সাংবাদিকরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনকালে সেখানে মেয়রের অনুগত দিদার ও তাঁর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সাংবাদিকদের মাইক কেড়ে নিয়ে স্থানীয় সাংবাদিকদের হত্যাসহ নানা হুমকি দিয়ে বক্তব্য রাখে ।