বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন
গাজীপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৩মি.) গাজীপুরের শ্রীপুরে যৌতুকের দাবীতে এক গৃহবধূকে তার স্বামী, দেবর ও ননদ বেধড়ক মারধর ও নির্যাতন করেছে। গুরুতর আহত ওই গৃহবধূর নাম আফসানা আক্তার (২৩)। সে শ্রীপুর উপজেলার কবর ঘাটা গ্রামের আসমত আলীর কন্যা।
আহত আফসানা ও স্বজনরা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের ইমাম উদ্দিনের ছেলে আমজাদ হোসেনের সঙ্গে চার বছর পূর্বে আফসানার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমজাদ ১ লাখ টাকা যৌতুকের দাবীতে আফসানাকে মারধর ও নির্যাতন করে আসছিল। যৌতুকের টাকা না পেয়ে আফসানার স্বামী, আফসানার দেবর ও ননদ মিলে ২০ ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাতে আফসানাকে বেধড়ক মারধর ও নির্যাতন করে। এতে আফসানা জ্ঞান হারিয়ে ফেলে। পরে আহত ওই গৃহবধূকে অচেতন অবস্থায় ঘরের বাইরে উঠোনে ফেলে রেখে আহতের স্বামী ও বাড়ির লোকজন পালিয়ে যায়। পরদিন বুধবার খবর পেয়ে আফসানার স্বজনরা গিয়ে আফসানাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
আফসানার বাবা আসমত আলী জানান, এক লাখ টাকা যৌতুকের দাবীতে স্বামী, দেবর ও ননদের এলোপাতাড়ি মারধরে ও লাঠির আঘাতে আফসানার ডান হাত ও ডান পা ভেঙ্গে যায়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আতিকুল ইসলাম জানান, গৃহবধূ আফসানার ডান হাত ও পাসহ শরীরের বিভিন্নস্থানে ফুলাসহ আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার হাত ও পায়ের হাড় ভেঙ্গেছে কি না তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, এঘটনায় আফসানার বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কেউ গ্রেফতার বা আটক হয় নি।