রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়া’য় ‘স্মৃতিকথা’ মোড়ক উন্মোচন
বগুড়া’য় ‘স্মৃতিকথা’ মোড়ক উন্মোচন
বগুড়া প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) গতকাল রবিবার গোকুল টি এন বালিকা উচ্চ বিদ্যালয়ে জাকারিয়া ফাউন্ডেশনের প্রকাশনা “স্মৃতি কথা” ১ম খন্ড এর মোড়ক উন্মোচন করা হয়। বগুড়া সদরের অদুরে মহাস্থান গড়ের পাশে অবস্থিত ঐতিহাসিক গ্রাম গোকুল । এই গ্রামেই জন্ম গ্রহন করেন একজন পরম হিতোষি শিক্ষানুরাগী, সমাজসেবক ও শ্রদ্ধাভাজন ব্যক্তি জিয়াউদ্দীন জাকারিয়া বাবু। পেশাগত ভাবে তিনি শেরপুর ডিগ্রী কলেজে গণিত বিভাগে শিক্ষকতা শুরু করেন। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন মেধাবী ও অদম্য সমাজসেবী। ২০১৩ইং সালে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশবাসী চরম উত্তাল। সে সময় তিনি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বগুড়া জেলা গণজাগরন মঞ্চের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। সে সময় ৯ডিসেম্বর আনুমানিক রাঁত পোনে নয়টায় থানা মোড় ২নং রেলগেটে অজ্ঞাত আততায়ীদের হাতে নির্মমভাবে খুন হন। এই মহান ব্যক্তির স্মৃতিতে তার বন্ধু-বান্ধব সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের উদ্দ্যোগে জিয়াউদ্দীন জাকারিয়া বাবু স্মৃতি ফাউন্ডেশন গঠন করেন। গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজের সভাপতিত্বে উক্ত ফাউন্ডেশনের উদ্দ্যোগে “স্মৃতি কথা” ১ম খন্ড এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরিফুল ইসলমা জিন্নাহ।
এসময় জিয়াউদ্দীন জাকারিয়া বাবু’র সহধর্মীনিসহ আরও উপস্থিত ছিলেন গোকুল টি এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, সহকর্মী, ইউপি সদস্যবর্গ ও আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসীসহ প্রায় এক হাজারের অধিক জনসাধারন।