রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বিরোধপূর্ণ খেলার মাঠ আদালতের নির্দেশে সরজমিনে তদন্ত
বিশ্বনাথে বিরোধপূর্ণ খেলার মাঠ আদালতের নির্দেশে সরজমিনে তদন্ত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং গ্রামের একটি শত বছরের ফুটবল খেলার মাঠ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। গত দু’বছর ধরে মরণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্রামের মৃত আয়াত উল্লাহ’র পুত্র আনোয়ার হোসেন আঙ্গুর মিয়া (৬০)। আর ওই মাঠ তার দখল থেকে মুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছেন গ্রামবাসী। গ্রামবাসীর বিপক্ষে শক্তির লড়াইয়ে একাই রয়েছেন আঙ্গুর মিয়া। এতে প্রায় দু’বছর ধরে উভয় পক্ষের মধ্যে মামলা পাল্টা মামলা’সহ একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আবারও যে কোনো সময় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, চাঁন্দভরাং গ্রামবাসীর পক্ষে শিহাব আহমদ সিলেট সহকারী জজ আদালতে স্বত্ত্ব মামলা (৭০/২০১৬) দায়ের করলে নালিশা ভূমি সরজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের জন্য একজন এডভোকেটকে কমিশনার নিযুক্ত করেন আদালত। তাই আদালতের নির্দেশে গতকাল রোববার এডভোকেট বিকাশ রঞ্জন অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামবাসী তদন্ত কর্মকর্তার কাছে দাবি করেন ওই খেলার মাঠ তাদের শত বছরের ঐতিহ্য। সেটা কারো দখলে দেয়া যাবেনা। তারা অভিযোগ করেন, আঙ্গুর মিয়া শত বছরের ওই মাঠ ৯১ সালের জরিপের সময় কৌশলে একটি ভুয়া দলিল দেখিয়ে রেকর্ড করে নিয়েছেন। যে দলিলের কোনো হদিস নেই। তিনি মাত্র দু’বছর ধরে মাঠের দাবি করে আসছেন। এর পূর্বে আর কোনো দিন মাঠের দাবি করেন নি।
এব্যাপারে পরিদর্শনে নিযুক্ত কমিশনার এডভোকেট বিকাশ রঞ্জন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আদালতের নির্দেশে আমি সরজমিনে খেলার মাঠসহ নালিশা ভূমি পরিদর্শন করেছি। প্রতিবেদন আদালতে দাখিল করবো।