শনিবার ● ৩১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » মোতালেব হোসেন উকিল এর সাংবাদিক সম্মেলন
মোতালেব হোসেন উকিল এর সাংবাদিক সম্মেলন
শনিবার সকালে ঢাকায় মোতালেব হোসেন উকিল এক সাংবাদিক সম্মেলন করে জানায়, পল্লবী ও রূপনগর থানা (ঢাকা উত্তর), বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক হিসেবে ৩ বছর যাবত্ দায়িত্ব পালন করছেন ৷ তার বাড়ি গ্রাম- মাছুয়াখালী, উপজেলা- গোসাইরহাট, জেলা- শরীয়তপুর ৷ তারই চাচা হাবিবুর রহমান উকিল বিগত ২৫ বছর যাবত্ আমাদের পৈত্রিক সম্পদ জোরপূর্বক দখল করিয়া ভোগ দখল আছে ৷ মোতালেব হোসেন উকিল এর লিখিত সূত্র মতে পত্রিক ভিটায় ঘর উত্তোলন করার জন্য প্রস্তুতি নেওয়ার পরিপ্রেক্ষিতে ০৪/১০/২০১৫ তারিখ ভোর ৫ টার সময় নামাজের জন্য মসজিদের দরজার সামনে এলে তার চাচাতো ভাই জিল্লুর রহমান ও তার চাচাতো ভগি্নপতি নুরুজ্জামান মৃধাসহ ৯/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী মোতালেব হোসেন উকিলের দিকে এলোপাথারী গুলি ছোড়ে যার মধ্যে দুইটি গুলি তার বাম হাতে ও একটি গুলি তার পশ্চাত্ দেশে লাগে এতে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ৷ স্থানীয় মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকদের সহযোগিতায় প্রথমে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়, অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় মোতালেব হোসেন উকিলকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেও কোন শারীরিক উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এই ব্যাপারে গোসাইরহাট থানায় মামলা করতে গেলে সহযোগিতা করার পরিবর্তে থানার ও.সি মোফাজ্জেল হোসেন মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং মোতালেব হোসেন উকিলকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় অর্থাত্ ওনারা স্থানীয় প্রভাবশালী ও সরকার দলীয় লোক তাদের বিরুদ্ধে মামালা করতে গেলে আরো ক্ষতির সম্মুখীন হতে হবে ৷ আসলে ওরা সরকার দলীয় লোক নয়, ওরা পুলিশ এর সাথে সখ্যতা করে ও সরকার দলীয় লোক পরিচয় দিয়ে এলাকার নিরীহ লোকদের জিম্মি করে চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে ৷ পরবর্তীতে উপায় অন্ত না দেখে, সে শরীয়তপুর আদালতের স্মরণাপন্ন হই এবং আদালতে মামলা করি ৷ যাহার পিটিশন নং ১৬, মামলা নং-১০, গোসাইরহাট থানায় মামলা এজাহার ভুক্ত হওয়ার পরেও এখন পর্যন্ত পুলিশ কোন আসামী গ্রেপ্তার করেনি এবং বিরুদ্ধী পক্ষের লোকজন মোতালেব হোসেন উকিলকে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসতেছে ৷ যার কারণে সে এখন এলাকায় যেতে পারছি না ৷
এসব থেকে পরিত্রাণ ও মোতালেব হোসেন উকিল এর প্রাপ্য সম্পত্তি উদ্ধারে এবং তার উপর হামলাকারীদের বিচারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে ৷(প্রেস বিজ্ঞপ্তি)