সোমবার ● ২৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গণসচেতনা বৃদ্ধিতে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার
গাজীপুরে গণসচেতনা বৃদ্ধিতে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০২মি.) গাজীপুরে মাদক বিরোধী গণসচেতনা বৃদ্ধির লক্ষে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর সোমবার বেলা ১টার দিকে জয়দেবপুর থানা রোডস্থ গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহযোগিতায় ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রোমান শাহ্ আলম।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ ফরিদের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন প্রধান অতিথি গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বিদায়ী সহকারী পরিচালক নাছির উল্লাহ ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. খোরশেদ আলম, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা হাজী এডভোকেট মো. আতাউর রহমান আকাশ, উপদেষ্টা এডভোকেট মো. লাবিব উদ্দিন, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মো. আলমগীর হোসেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. বায়েজীদ হোসেন, কার্যকরী সভাপতি শাহ সুলতান আতিক, সহ-সভাপতি ফিরোজা নাজনীন বাঁধন, যগ্ন সম্পাদক মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মকবুল হোসেন প্রমূখ।
বক্তরা বলেন, যুবকরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। মাদকের ভয়াল থাবা থেকে তাদেও বাচাতে আমাদের সকল সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। যারা মাদকের সাথে ইতি মধ্যে জড়িয়ে পড়েছে তাদের সাথে ভাল ব্যবহার দেখিয়ে আলোর পথে ফিরিয়ে আনতে হবে। তাই আমাদের ছেলেদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। ব্যস্ততার মাঝেও সন্তানদের খবর রাখতে হবে সে কার সাথে কোথায় কিভাবে মিশছে। আমাদের যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
পরে প্রধান অতিথি গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাছির উল্লাহ ভুইয়াকে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধণা, মানপত্র ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
উক্ত সেমিনারে গাজীপুরে কর্মরত বিভিন্ন গণ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সহকারী পরিচালক মো. নাছির উল্লাহ ভুইয়া ১৯৫৭ সালে নরসিংদীর রায়পুরা উপজেলার বীর শ্রেষ্ঠ মতিউর নগর (রামনগর) গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক পদে যোগ দেন। এবং সহকারী পরিচালক হিসাবে পদোন্নতি হয়ে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর অবসরে যান।