মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির ধর্মঘট পালিত
বিশ্বনাথে পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির ধর্মঘট পালিত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) বিশ্বনাথে ২৭ ডিসেম্বর মঙ্গলবার পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি উপজেলা সদরের ধর্মঘট পালন করেছে। প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে সমিতির ব্যানারে ওই ধর্মঘট পালিত হয়। থানার সামনে লাইব্রেরী বন্ধ করে অবস্থান ধর্মঘট কমসূচি পালন করা হয়।
উপজেলা পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সভাপতি সমরেন্দ্র বৈদ্য’র সমর বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মাওলানা আমিরউদ্দিন আশরাফী, সহ-সাধারণ সম্পাদক ফখরউদ্দিন, কোষাধ্যক্ষ হোসাইন আহমদ শাহিন, সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, আবদুর রাজ্জাক, অসিম পাল, শাহিন আহমদ, মোবারক হোসেন, জুবায়ের আহমদ, মাওলানা আকমল আলী, আলী হাসান, শামছুল ইসলাম, কাওছার আলী, ফয়ছল আহমদ, ইয়াছিন আলী প্রমুখ।