বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনা জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে ৫নং সাধারন আসনের সদস্য পদের ভোট গ্রহন
বরগুনা জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে ৫নং সাধারন আসনের সদস্য পদের ভোট গ্রহন
মুতাসিম বিল্লাহ,বরগুনা :: (১৪ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.০৫মি.) প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বরগুনায় সাধারণ আসনের ১টি ওয়ার্ডে সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
হাই কোর্ট রিট মামলায় গতকাল ২৭ ডিসেম্বার প্রার্থীতার মনোনায়নপত্র বাতিল হওয়া, কে.এম মারুফ রেজা পূণরায় তার প্রার্থীতা বৈধ বলে রায় প্রধান করে ও তাকে (হাতি প্রতীক) বরাদ্দ করেন।
২৭ ডিসেম্বর প্রেরিত প্রজ্ঞাপনে জানানো হয় বরগুনা জেলা পরিষদ নির্বাচনে (বিবিচিনি-বেতাগী) নিয়ে গঠিত সাধারন আসন ৫নং এর সদস্য পদে সাধারন সদস্য প্রার্থী কে. এম মারুফ রেজা হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে নির্বাচনের একদিন আগে তার প্রার্থীতা ফিরে পান।
আজকে বরগুনা জেলা পরিষদের সাধারন আসনে (বিবিচিনি-বেতাগী) ৫নং এর সদস্য পদে ২৮ ডিসেম্বর তারিখে অনুষ্ঠেয় নির্বাচন কমিশন কর্তৃক পরবর্তী সিদ্বান্ত প্রদান না
করা পর্যন্ত স্থগিত রয়েছে।
এ ব্যাপারে বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. মহাম্মদ বশিরুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান (বিবিচিনি-বেতাগী) নিয়ে গঠীত সাধারন আসন ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিতে কমিশনের প্রজ্ঞাপন পেয়েছি।
তাই এ আসনের উল্লেখিত পদে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
তবে সুষ্ঠভাবে চলছে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ ও মহিলা পদপ্রার্থীদের ভোটগ্রাহন।শুধু মাত্র বন্ধ রয়েছে সাধারন সদস্য পদ প্রার্থী নির্বাচন।
কিন্তু কেন এ ভোট গ্রাহন স্থগিত এবং কখন নাগাদ পূণরায় ভোট গ্রাহন হবে। এব্যাপারে নির্বাচন কমিশনের কোন বক্তাব্য এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।