রবিবার ● ১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » ১০১ সদস্যের মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
১০১ সদস্যের মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: জেলার মাটিরাঙ্গায় ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাটিরাঙ্গা পৌর শাখার পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে ৷ ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টার দিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো: ইব্রাহিম খলিল এই কমিটি ঘোষনা করেন।
এ সময় তিনি সরকার বিরোধী যে কোন আন্দোলনে বিএনপির হাতকে শক্তিশালী করতে সদ্য ঘোষনাকৃত নেতাদের সব সময় সোচ্চার থাকার আহবান জানিয়ে বলেন,কোন প্রকার দলীয় কোন্দলে সম্পৃক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচী বাস্তবায়নে কাজ করতে হবে ৷ কোন মাদকাসক্তের ছাত্রদলে স্থান নাই উল্লেখ করে, মরণব্যধি ইয়াবা,হিরোইন,পেনসিডিল,গাজার মতো মাদকের ছোঁবল থেকে নিজেদের মুক্ত রাখতে আহবান জানান ৷ এ সময় তিনি ৩ ,৫ ও ৭ নং ওযার্ডের ছাত্রদলের আংশিক কমিটির নাম ঘোষনা করেন ৷
মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মো: আলাউদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি মো: নজরুল ইসলাম চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো: বাদশা মিয়া, সহ-সভাপতি মো: নুরুল আলম রানা, নুরুল আমিন নুরু, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি মো: হারুন অর রশীদ ও মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রমজান আলী রাজু,নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ৷
অগণতান্ত্রীক ও অবৈধ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে বিধায় দেশে এখন চরম দু:সময় চলছে উল্লেখ করে বক্তারা বলেন, এ দু:সময় কাটিয়ে উঠতে আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই ৷ সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের অগ্রনী ভুমিকা রাখতে হবে ৷ এ জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ছাত্রদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা ৷
পরিচিতি সভায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোরশেদ আলম,দপ্তর সম্পাদক মো: ইসমাইল হোসেন সবুজ,মাটিরাঙ্গা উপজেলা তাতীদলের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী খোকন,সাবেক ৯নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আলী,ছাত্রনেতা ফখরম্নল ইসলাম,সাদ্দাম হোসেন,রায়হান,মাসুদ,কোরবান আলী সুজন,ইমাম হোসেন,বোরহান উদ্দিন,মো: মাসুম,আশিক,সোহেল,রিপন,আব্দুলস্নাহ আল মামুন,আ: মান্নানসহ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷