বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে : মমতাজ উদ্দিন
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে : মমতাজ উদ্দিন
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (১৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১২মি.) বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে বেড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এদেশকে সুন্দর ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজারস্থ স্থানীয় প্রগতি সমাজ কল্যাণ সমিতি আয়োজিত তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিজয় মেলার আহবায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজয় মেলার প্রধান পৃষ্ঠপোষক উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুস সালাম ভোলন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আহসানউল্লাহ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শহিদুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলটন হোসাইন, সাধারণ সম্পাদক রোহনুল খাওলা রোহন, প্রগতি সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোতাহার, সাধারণ সম্পাদক আইয়ুব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না প্রমূখ। এ সময় নেপালতলী ইউপির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।