রবিবার ● ১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » লেখক-প্রকাশকদের হত্যার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ
লেখক-প্রকাশকদের হত্যার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রকাশক-লেখক ফয়সাল আবেদিন দীপনের নৃশংস হত্যাকান্ড এবং আরো তিন মুক্তমনা লেখক-প্রকাশককে গুরুতর আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে ঘাতক চক্রের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তিনি বলেন, ধারাবাহিকভাবে মুক্তমনা লেখকদেরকে হত্যা করা হলেও সরকারের নিস্ক্রিয়তার কারণেই ঘাতক চক্র চরম ঔদ্ধ্যত্ব নিয়ে পরিকল্পিতভাবে একের পর এক হত্যাকান্ড সংঘটিত করে চলেছে। খুনীদের গ্রেফতার ও বিচারে সরকার ও সরকারি সংস্থার অনীহার কারণে খুনীচক্র ক্রমে আরো বেপরোয়া হয়ে উঠছে। তিনি বলেন প্রকৃত ঘাতকদের গ্রেফতারের পরিবর্তে এসব ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার ব্যাপারেই সরকারের আগ্রহ বেশী। ‘ব্লেইমগেম’ এর রাজনৈতিক কৌশলের কারণেই খুনী-সন্ত্রাসীরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতি চলতে দিলে কেবল মুক্তমনা মানুষেরা নয়, আখেরে তা সরকারের জন্যেও বুমেরাং হতে পারে।
তিনি অনতিবিলম্বে এসব হত্যাকান্ডের বিশ্বাসযোগ্য তদন্ত এবং এসব হত্যাকান্ডের পিছনের কুশীলবদের খুঁজে বের করার দাবি জানান।
তিনি নিহত দীপনের জন্যে গভীর শোক প্রকাশ করেন এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির নিন্দা ও প্রতিবাদ
গতকাল রাজধানীতে পরপর দুই হামলায় চারজন লেখক, প্রকাশক, ব্লগারের হতাহতের ঘটনায় উদ্বেগ-উৎকন্ঠা না বাড়িয়ে পারে না। নিহত প্রকাশক দীপন আগে নিহত ব্লগার অভিজিৎ লেখকের প্রকাশক। এ থেকে বোঝা যায় হামলার ঘটনা পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সাথে সাথে তারা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এনডিপির নিন্দা ও প্রতিবাদ
গতকাল ঢাকা শহরে দুর্বৃত্তদের হামলায় জাগৃতির প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন নিহত এবং আরেক প্রকাশনীর আহমেদুর রশীদ চৌধুরীসহ আরো ২ জন আহত হওয়ার ঘটনায় এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনডিপি চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খোন্দকার গোলাম মোর্ত্তজা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
(বিজ্ঞপ্তি)
আপলোড : ১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় ; দুপুর ৩.১৪ মিঃ