রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদী ও পাকশীতে বই বিতরণীতে ব্যাপক উৎসবের আয়োজন
ঈশ্বরদী ও পাকশীতে বই বিতরণীতে ব্যাপক উৎসবের আয়োজন
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১৮মি.) ১জানুয়ারি রবিবার সকাল থেকে বিভিন্ন সময় ব্যাপক উৎসাহ ঊদ্দীপনা ও প্রস্তুতির মধ্য দিয়ে পাকশী এবং ঈশ্বরদীর ২৮৩ শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উপলক্ষে বই উৎসবের আয়োজন করা হয়।
এসব প্রতিষ্ঠানে ৭ লাখ ৩৬ হাজার ৮’শ ৮০ বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে পেপার মিল হাইস্কুলে আলোচনাসভা,বই বিতরণ,বার্ষিক স্মরণিকা প্রকাশ ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য,বই বিতরণ ও স্মরণিকার মোড়ক উন্মোচন করেন পাবনা জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন প্রফেসর হাবিবুল্লাহ, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, জেলা পরিষদ সদস্য সাইফুল আলম বাবু মন্ডল,বীর মুক্তিযোদ্ধা এম রশিদউল্লাহ,হাবিুল ইসলাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক তৌহিদ আক্তার পান্না। পাকশী পেপার মিলের এমডি আফসার উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অধ্যক্ষ ইমরুল কায়েস পারভেজ ও প্রধান শিক্ষক ফজলুল হক বক্তব্য দেন।
শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ ও স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে শিক্ষার্থীরা নৃত্যানুষ্ঠানের আয়োজন করে। অন্যদিকে সাউথ স্কুল, এসএম হাইস্কুল এন্ড কলেজ ও গার্লস হাই স্কুল এন্ড কলেজেও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আওয়ামীলীগনেত্রী ও ভুমিমন্ত্রীর স্ত্রী কামরুন্নাহার শরীফ,ইএনও শাকিল মাহমুদ, প্রকৌশলী কবীরুল ইসলাম , শিক্ষা অফিসার কানিজ ফাতেমা ও সেলিম আক্তারও বই বিতরণ করেন।