রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » কালিয়াকৈর ফায়ার ষ্টেশনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
কালিয়াকৈর ফায়ার ষ্টেশনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর ফায়ার ষ্টেশনে তিন দিন ব্যাপী ভলান্টিয়ার ডেভলপমেন্ট ট্রেনিং এর সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
১ জানুয়ারি রবিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনে এক আলোচনার মধ্য দিয়ে এ তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
গাজীপুর ফায়ারসার্ভিস এর উপ-সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন (রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
কালিয়াকৈর ফায়ারসার্ভিস এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপূর্ব বল এর সভাপতিত্বে তিন দিনব্যাপী ভলান্টিয়ার ডেভলপমেন্ট ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. হাসিবুর রহমান, মির্জাপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ কর্মকর্তা মো. আতাউর রহমান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো. আব্দুল হামিদ, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন (সবুজ), মাইটিভি প্রতিনিধি আজিজুর রহমান আজিজ, দৈনিক করতোয়া প্রতিনিধি তুহিন আহামেদ, দৈনিক খবর প্রতিনিধি মাইনুল সিকদার ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মনির হোসেন প্রমূখ।
তিনদিনব্যাপী ভলান্টিয়ার ডেভলপমেন্ট ট্রেনিং এ উপজেলার বিভিন্ন এলাকার ৪৭ জন ছেলে ও ৩জন মেয়ে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর ফায়ার ষ্টেশনে তিন দিন ব্যাপী ভলান্টিয়ার ডেভলপমেন্ট ট্রেনিং এর উদ্বোধন করা হয়।