মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
গাজীপুরে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০৬মি.) গাজীপুরের কালিয়াকৈরে মৃত ব্যক্তিদের নামে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল উত্তোলন করে বিক্রির অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীর নামে মামলা হয়েছে।
কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা ও তার সহযোগীকে এম ইব্রাহিম খালেদের নামে গত ২৮ ডিসেম্বর বুধবার স্থানীয় গোসাত্রা গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হক বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন। ২ জানুয়ারি সোমবার ঘটনাটি জানাজানি হয়।
মামলার বাদী মো. মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লাসহ অভিযুক্তরা ওই ইউনিয়নের তালিকায় শতাধিক মৃত ব্যক্তির নাম দেখিয়ে তার নিজের লোক দিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে আত্মসাৎ করেছেন। জনস্বার্থে তিনি ওই মামলা করেছেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঘটনায় গত বুধবার মোজাম্মেল হক বাদী হয়ে চেয়ারম্যানসহ দুইজনের নামোল্লেখ এবং অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে। এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি।
চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, ‘২০১১ সালে হতদরিদ্রের লিস্ট তৈরি করা হয়। ওই লিস্ট অনুযায়ী উপজেলা খাদ্য অফিস থেকে কার্ড তৈরি করা হয়েছে। আমরা ওই কার্ড মোতাবেক চাল বিতরণ করেছি। কয়েকজন কার্ডধারী মারা গেলেও তাদের পরিবারের সদস্যরা তাদের পক্ষে চাল উত্তোলন করেছেন।’
তিনি বলেন, মৃতদের নামে আনা চাল তুলে বিক্রি বা আত্মসাতের অভিযোগ সঠিক নয়।
বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “জনস্বার্থে আমি ওই মামলাটি করেছি।”