মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে মাতৃহীন মীম খাতুন জিপিএ-৫ পেয়েছে
বাগেরহাটে মাতৃহীন মীম খাতুন জিপিএ-৫ পেয়েছে
এস.এম. সাইফুলইসলামকবির, বাগেরহাট প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০০মি.) বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের মাতৃহীন হতদরিদ্র মীম খাতুন জিপিএ-৫পেয়েছে। সে লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুলের মেধাবী ছাত্রী ও কাটাখালী পত্রিকা পরিবেশক আলম এর কনিষ্ট কন্যা।
জানা গেছে, মাতৃহীন এই মেধাবী ছাত্রীকে দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনী। সে জীবন যুদ্ধে নিজেকে জয়ী করার জন্য দিনে রাতে ৭/৮ ঘন্টা লেখা পাড়া করেছে। সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষায় সে সফল তার সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়েছে। হত দরিদ্র মীম খাতুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছে, পড়ালেখা শেষ করে ডাক্তার হয়ে দরিদ্র মানুষের কল্যানে সেবা করে নিজেকে গর্ভিত করতে চাই। এই সফলতার জন্য সে তার পিতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।