বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » গনতন্ত্র ধবংসকারীদের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রলীগ যথেষ্ট : শামছুল হক
গনতন্ত্র ধবংসকারীদের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রলীগ যথেষ্ট : শামছুল হক
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০০মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ শাখা। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে রাত ১২টা ১মিনিটে ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। ৪ জানুয়ারি বুধবার সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মাটিরাঙ্গা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর ছাত্রলীগ নেতা মো. কামরুল ইসলামের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক।
মেয়র প্রধান অতিথির বক্তব্যে বিএনপিসহ স্বাধীনতা বিরোধীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,গনতন্ত্র ধবংস কারীদের মুখে গণতন্ত্র রক্ষার কথা মানায় না। তিনি ৫ জানুয়ারি গনতন্ত্র রক্ষার নামে কালো পতাকা প্রদর্শন করে কেউ যদি মাটিরাঙ্গার স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বিনষ্টের চেষ্টা চালায় তাহলে তাদের প্রতিহত করতে মাটিরাঙ্গা ছাত্রলীগই যথেষ্ট। এ সময় বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করে ছাত্রলীগসহ সর্বপোরি ছাত্র/ছাত্রীদের পড়াশোনা করে সু শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সুবাস চাকমা, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. হারুনুর রশিদ ফরাজী ও সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা যুবলীগ সাবেক দপ্তর সম্পাদক সোলাইমান বাদশা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. এমরান হোসেন, পৌর যুবলীগ সাধারন সম্পাদক আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী, যুগ্ন আহবায়ক জুয়েল চাকমা, সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি মো. ওসমান গনি, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক তছলিম উদ্দিন রুবেল, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসন ও ছাত্রলীগ নেতা রমিজ উদ্দিন প্রমুখ।