বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় পরিষদে ডেকে নিয়ে কৃষককে পেটালেন ইউপি চেয়ারম্যান
বরগুনায় পরিষদে ডেকে নিয়ে কৃষককে পেটালেন ইউপি চেয়ারম্যান
বরগুনা প্রতিনিধি :: বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ নেওয়াজ সেলিমের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করায় অভিযোগকারী কৃষক মো: সিদ্দিকুর রহমান(৫৫)কে পেটালেন চেয়ারম্যান। ৪ জানুয়ারী বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সংশ্লিষ্ট ইউনিয়নের চৌকিদারের মাধ্যমে পরিষদে ডেকে নিয়ে এ নির্যাতন চালান। এ ঘটনায় আহত কৃষক সিদ্দিকুর রহমানকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিদ্দিকুর রহমানের ছেলে মো: আল-আমিন সাংবাদিকদের কাছে অভিযোগ করে সিএইচটি মিডিয়াকে বলেন, চেয়ারম্যানের ইন্ধনে তার লোকজন আমাদের জমির ধান কেটে নেওয়ার পায়তারা করলে আমার বাবা পুলিশ সুপারের নিকট অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি
আমার বাবাকে ডেকে নিয়ে বেধড়ক লাঠিপেটা ও কিলঘুষি দিয়ে শারীরিকভাবে জখম করেন। এছাড়াও তিনি অভিযোগ করেন, সম্প্রতি একই এলাকার নুরুল আমিন বাবুল নামে তার ( চেয়ারম্যানের) আত্মীয়কে দিয়ে পরিষদের গ্রাম্য আদালতে আমার বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে (মামলা নং ১১৬/১৬)। এরপর আইন কানুনের তোয়াক্কা না করে চেয়ারম্যান তার আত্মীয়দের পক্ষ নিয়ে ২৪ বছর যাবৎ আমাদের ভোগ দখলীয় জমির ধান কেটে নেয়ার হুমকি দেয়। অন্যথায় ৭৫ হাজার
টাকা দাবী করেন। উক্ত প্রস্তাব না মেনে বরগুনা পুলিশ সুপারের কাছে আইনগত সহায়তা চেয়ে আবেদন করেন সিদ্দিকুর রহমান (অভিযোগ নং ৫৭৯/২০১৬, তাং
২৬/১২/১৬)। এ অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এতে চেয়ারম্যান আরও ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে তার চৌকিদার নান্না ও ইউসুফের মাধ্যমে পরিষদে ডেকে নিয়ে তার ( চেয়ারম্যানের) সিদ্ধান্ত মেনে নিতে চাপ প্রয়োগ করেন। এ সময় সিদ্দিকুর
রহমান রাজি না হওয়ায় চেয়ারম্যান নিজে এলোপাতারি কিল-ঘুসি, লাথি এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। সিদ্দিকুর রহমানের ছেলে আল-আমিন
আরও অভিযোগ করে বলেন, নির্বাচনের পর থেকে চেয়ারম্যান নিজ দলীয় লোক দিয়ে একটির পর একটি মামলা দিয়ে হয়রানি করে আসছে। এ ব্যাপারে
সংশ্লিষ্ট চেয়ারম্যান শাহ নেওয়াজ সেলিমের সাথে কথা বলতে তার মোবাইল ফোনে (০১৭১২৯৫৩৩৯৫) একাধিক বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ
করেননি। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম এ বিষয়ে বলেন, সিদ্দিকুর রহমানের পরিবার থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।