শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » লঘু পাপে গুরুদন্ড
লঘু পাপে গুরুদন্ড
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১৮মি.) সামান্য অপরাধে ভটভটি চালক আব্দুল মান্নান (৫০) কে বেদম মারপিট করে গুরুতর আহত করেছেন ঈশ্বরদী রেল থানার এসআই জুবায়ের আরেফিন। ঘটনাটি ঘটেছে ৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জংশন ওভার ব্রীজের পশ্চিম পার্শ্বে। ভটভটি চালক পাকশী ইউনিয়নের সিভিলহল্ট তালতলা এলাকার ময়েন উদ্দিনের ছেলে। আব্দুূল মান্নান ওরফে ময়েন তার শরীরের আঘাতের চিহ্ন দেখিয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি এমন কোন অপরাধ করিনি যে আমাকে এভাবে মারধর করতে হবে। পশুর মতো আমাকে মারা হয়েছে। ।
প্রত্যক্ষদর্শীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, চালক মান্নান কিছু মালামাল বোঝাই করে ভটভটি গাড়ি ঘোরাবার সময় সেখানে রাখা এসআই জুবায়েরের মোটর সাইকেলে ধাক্কা লেগে পড়ে যায়। এতেই জুবায়ের আরেফিন ক্ষিপ্ত হয়ে চড়াও হন ময়েনের উপর। প্রকাশ্যে তিনি বেদম মারপিট করে আহত করেন এবং টেনে হিঁচড়ে রেল থানায় নিয়ে যান। এই ঘটনা অনেকে প্রত্যক্ষ করলেও পুলিশের ভয়ে কেউ মান্নানের সহযোগিতায় এগিয়ে আসেনি। চার সন্তানের জনক মান্নানের রোজগারেই সংসার চলে।
এ ব্যাপারে মুঠোফোনে এসআই জুবায়ের আরেফিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার শখের মোটর সাইকেলের অনেক ক্ষতি হয়েছে। তাই রাগ হওয়াটা স্বাভাবিক। বেদম প্রহারের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, দুই থাপ্পর মেরে ওই চালককে তাড়িয়ে দিয়েছি।