শনিবার ● ৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে শত্রুতার জের ধরে এক ব্যক্তি খুন
আলীকদমে শত্রুতার জের ধরে এক ব্যক্তি খুন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৮মি.) বান্দরবানের আলীকদমে পূর্ব শক্রুতার জের ধরে তনওয়াই ম্রো (৪০) নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে উপজেলার মেনসিং কারবারী পাড়ার রেংলিও ম্রো (২৮)। রেংলিও ম্রো আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মেনসিং ম্রো কারবারী পাড়ায় তুংখাই ম্রো এর ছেলে। ৭ শনিবার সকাল আটটায় উপজেলার মেনছার কারবারী পাড়ায় এই ঘটনা ঘটেছে। এর পর বিকেল চারটায় খুনি রেংলিও আলীকদম থানায় এসে আত্মসমর্পন করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়াকে বলেন, পূর্বশক্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিষ্কার বলা যাচ্ছেনা। আমরা খুনিকে কৌশলে থানায় আত্মসমর্পন করিয়েছি। মামলা পক্রিয়াধিন আছে।
স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে রেংলিও ম্রো এর স্ত্রীর সাথে তনওয়াই ম্রো এর অবৈধ সম্পর্ক চলছিল। ঘটনার দিন সকালে রেংলিও ম্রো এবং তনওয়াই ম্রো দুইজনই পাড়ার পার্শ্ববর্তী কলাবাগানে কাজ করতে যায়। সেখানে দুজনের মধ্যে বাক বিতন্ডার শুরু হয়। এক পর্যায়ে রেংলিও ম্রো তনওয়াই ম্রোকে তার হাতে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। পরে স্থানীয়রা তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রনি কর্মকার সিএইচটি মিডিয়াকে বলেন, সকাল সাতটায় ঘটনা ঘটেছে। কিন্তু পাহাড়ি পথ বেয়ে হাসপাতাল নিয়ে আসতে প্রায় ৩/৪ ঘন্টা সময় লেগে যায়। যার কারণে রোগীর প্রচন্ড রক্তক্ষরন হয়। হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যেই রোগী মারা যায়।