শনিবার ● ৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পাবর্ত্য লোকজ মেলা শুরু
বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পাবর্ত্য লোকজ মেলা শুরু
মো: নুর হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) বান্দরবান পার্বত্য জেলায় শুরু হয়েছে কিউট-চ্যানেল আই পার্বত্য লোকজ মেলা। ৭ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় মেলার প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয় বান্দরবান মেঘলা পর্যটন কেন্দ্রে। পরে বিকাল সাড়ে বান্দরবানের রাজার মাঠে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে কিউট-চ্যানেল আই পার্বত্য লোকজ মেলা শুরু হয়। ৬ষ্ঠ বারের মত হলেও বান্দরবানে তৃতীয় তম এই লোকজ মেলায় সহযোগিতায় করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নববিক্রম ত্রিপুরা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবান চাকমা, বান্দরবান জোন এর ব্রিগেডিয়ার জেনারেল যুবাইর সালেহীন এনডিসি পিএসসি, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সহকারী পরিচালক সায়েক সিরাজ, প্রোগ্রাম সমন্বয়ক আবদুর রহমান, চ্যানেল আই এর জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, চ্যানেল আই এর বান্দরবান প্রতিনিধি এস এম ইসমাইল হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। এবারের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে পার্বত্য জেলার আদিবাসী সংস্কৃতি । ঝাকঝমকপূর্ণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে চাকমা, মারমা, ত্রিপুরা সহ ১৬ ক্ষুদ্র নৃ গোষ্ঠী । এবারের মেলায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠী হাতে তৈরি তাঁত বস্ত্র, অলংকার, বাঁশ-বেতের হস্তশিল্পের ৪০ টি দোকান অংশ নিয়েছে বলে সিএইচটি মিডিয়াকে জানিয়েছেন আয়োজক কমিটি।