রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » শিল্প ও বণিক নেতাদের সাথে ঈশ্বরদী পৌর মেয়রের সাথে মতবিনিময়
শিল্প ও বণিক নেতাদের সাথে ঈশ্বরদী পৌর মেয়রের সাথে মতবিনিময়
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মি.) ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সাথে মতবিনিময় করলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ। রবিবার সকালে পৌর সম্মেলন কক্ষে ঈশ্বরদী বাজারের নানাবিধ সমস্যা নিরসন কল্পে ও উন্নয়ন মূলক কাজের দাবি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে ঈশ্বরদী বাজারের নানাবিধ সমস্যা নিরসন কল্পে ও উন্নয়ন মূলক কাজের দাবি নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন,ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি ইউনুস আলী মিন্টু, নির্বাহী সদস্য কেএম আবুল বাসার, আনোয়ার হোসেন জনি, সিরাজুল ইসলাম কহিনুর, আব্দুল আওয়াল পলাশ, সাঈফ হাসান সেলিম, আব্দুল আজিজ, নুর হোসেন নুরু, সেলিম আহমেদ, আবুল কালাম আজাদ, জামাল হোসেন মাহিনুর, শরীফ উদ্দিন ও সমিতির সচিব হাসান বেনজীর রহমান।
বণিক সমিতির নেতৃবৃন্দ ঈশ্বরদী বাজারের নিরাপত্তার জন্য ১৫টি কেচিগেট, টয়লেট, প্রসাব খানা, রাস্তা, ড্রেন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনের জন্য মেয়রের কাছে দাবি করে বক্তারা বলেন, ব্যবসায়ীদের সাথে পৌরসভা নিবিড় ভাবে জড়িত এবং সু-সম্পর্ক দীর্ঘ দিনের। প্রতি বছর বাজারের ব্যবসায়ীরা পৌরসভাকে হোল্ডিং ট্যাক্্র ও ট্রেডলাইন্সের ফিস প্রদান করে থাকেন। ব্যবসায়ীরা মেয়রকে তাদের অভিভাবক মনে করেন।
মেয়র মিন্টু বলেন, বাজার হচ্ছে শহরের মুখমন্ডল, তাই আমি বাজারকে সুন্দর ভাবে সাজাতে চাই। বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা ও ক্রেতাদের স্বাচ্ছন্দে চলাচলের জন্য আপনাদের দাবি গুলো যুক্তিযুক্ত। আপনাদের দাবির সাথে আমি একমত পোষণ করছি। আপনাদের দাবির কাজ গুলো করার স্বদিচ্ছা আমার রয়েছে। আপনাদের দাবি গুলো শুনে এখনই কাজ শুরু করতে ইচ্ছে হচ্ছে। কিন্তু পৌর এলাকার চলমান উন্নয়ন এবং অর্থ না থাকায় সম্ভব হচ্ছেনা।