সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে উন্নয়ন মেলার উদ্ধোধন : আনসার ভিডিপি দপ্তরসহ কোন ব্যাংক বীমা অংশ নেয়নি
বাগেরহাটে উন্নয়ন মেলার উদ্ধোধন : আনসার ভিডিপি দপ্তরসহ কোন ব্যাংক বীমা অংশ নেয়নি
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৪০মি.) সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে গনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ জানুয়ারি সোমবার উন্নয়ন মেলার উদ্ধোধন করা হয়েছে ।
এ উপলক্ষ্যে সকালে অনুষ্ঠিত শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরের মেরা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ-ই-আলম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার, জেলা পরিষদের মহিলা সদস্য আফরোজা খাতুন ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়ে আলোচনা করেন। পঞ্চকরন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, উপজেলা কৃষকলীগ আহবায়ক আব্দুল হালিম জোমাদ্দার প্রমুখ।
উন্নয়ন মেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রকল্প বাস্তবায়ন, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক , মৎস্য দপ্তর, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সমবায়, পৌরসভা, সমাজ সেবা, কৃষি,হিসাব রক্ষন, প্রকৌশল দপ্তর , নির্বাচন অফিস, প্রাণী সম্পদ, আয়কর এবং ভ্যাট বিভাগ বাগেরহাট, পরিসংখ্যান অফিস, এলজিআরডি, পল্লী বিদ্যুৎ, যুব উন্নয়ন, খাদ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা দপ্তর .সবুজ ছাতা, মহিলা অধিদপ্তর, একটি বাড়ি একটি খামার, বিআরডিবি অফিস ও মোরেলগঞ্জ থানাসহ সরকারি বেসরকারি ৩০ টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। উন্নয়ন মেলার উপজেলা আনসার ভিডিপি দপ্তরসহ কোন ব্যাংক বীমা অংশ নেয়নি।