মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রতিকুলতা কাটিয়ে রাঙামাটি মেডিকেল কলেজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে : মোহাম্মদ মানজারুল মান্নান (ভিডিওসহ)
প্রতিকুলতা কাটিয়ে রাঙামাটি মেডিকেল কলেজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে : মোহাম্মদ মানজারুল মান্নান (ভিডিওসহ)
খোরশেদুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার :: (২৭ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মি.) রাঙামাটি সরকারী মেডিকেল ১ম বর্ষ এম.বি.বি.এস (২০১৬-২০১৭) ছাত্র - ছাত্রদের পরিচিতি সভা ও শিক্ষা কার্যক্রমের উদ্ধোধন এবং কলেজের নবীন ছাত্র-ছাত্রীদের বরন করা হয়েছে।
নবীন ছাত্রছাত্রীদের বরনের লক্ষ্যে ১০ জানুয়ারি মঙ্গলবার সকালে রাঙামাটি মেডিকেল কলেজ এর ৬ষ্ঠ তলায় এক নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করে রাঙামাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে নবীন বরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্র-ছাত্রীদের লাল গোলাপ, চকলেট, রজনীগন্ধা ফুল ও মিষ্টি মুখ করিয়ে নবাগত ৪৬ জন নবীন ছাত্র-ছাত্রীদের বরন করেন ৩য় বর্ষের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা।
এসময় রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুপুর কান্তি দাশ, রাঙামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. শহিদ তালুকদার, চক্ষু বিভাগের প্রফেসর ডা. সামছুল হক মল্লিক, গাইনী বিভাগের প্রফেসর ডা. রওনক জাহান, রাঙামাটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শান্তি কুমার পুরোহিত, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ নজমুল হাসান, সহকারী অধ্যাপক গাইনী ডা. মো. অহিদুল আলম, ওরাল এন্ড সার্জারী বিভাগের ডা. মনোজ কুমার বড়ুয়া, সহকারী অধ্যাপক ডা. আহসানুল হক ফারুক, সহকারী অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক ডা. মো. মাজহারুল হক, ডা. মো. মওলা ফারুক, সহকারী অধ্যাপক ডা. মো. এয়াকুব হোসেন, সহকারী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, ডা. বিপ্লব কুমার বড়ুয়া, ডা. মেহরাজ মুক্তি, ডা. ইসরাত জাহান, ডা. মো. জয়নাল আবেদীন, ডা. বিধান রায় চৌধুরী, ডা. মো. ওবায়দুর রহমান, ডা. মঞ্জুরুল হাকিম, ডা. ফোরকান, ডা. হামিদ হাসান, ডা. আমানুর রহমান ভুইয়া, ডা. পলাশ বেগ, ডা. হাবিব, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি মেডিকেল কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক , কর্মকর্তা ও কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অভিবাবক, স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, মেডিকেলে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও নবীন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মানজারুল মান্নান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের নতুন ৫টি অনুমোদিত মেডিকেল কলেজের মধ্যে বিভিন্ন প্রতিকুলতা কাটিয়ে পুরাতনদের সাথে পাল্লা দিয়ে রাঙামাটি মেডিকেল কলেজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
নবীন বরন অনুষ্ঠানের সভাপতি ও রাঙামাটি মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. মো. টিপু সুলতান বলেন রাঙামাটি মেডিকেল কলেজ এর পাশের হার ৫৭% এ উন্নীত হয়েছে। নিয়মিত ক্লাশ ও প্রতিযোগিতা মুলক পড়াশোনার কারনে আগামীতে রাঙামাটি মেডিকেল কলেজ পাশের হার আরো বাড়বে।
নবীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. কোহিনুর পারভিন।