বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি
গাজীপুরে বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) গাজীপুরের টঙ্গীর (সোনাভানের শহর) তুরাগ নদীর (কহর দড়িয়া) পাড়ে ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। এবছর দুই ধাপে দেশের ৩৩টি জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নিচ্ছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরাও এতে অংশ নেবেন।
ঠান্ডা উপেক্ষা করে গত বুধবার থেকে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের মুসল্লিরা। এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ হয়েছে ইজতেমার ময়দানের। মুসল্লিরা দলে দলে ময়দানে এসে খুঁজে নিচ্ছে যার যার খিত্তা।
শুক্রবার বাদ ফজর মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে টঙ্গীর তুরাগ নদীর পাড়। মহান আল্লাহতালার কৃপা লাভের আশায় কিশোর, যুবক, বৃদ্ধসহ সব বয়সের শ্রেণি-পেশার মুসল্লিরা ছুটে আসছেন ইজতেমা ময়দানে। হজের পর মুসল্লিদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা।
ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বাদ ফজর বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হবে।
এবছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লি। এছাড়া বিদেশি মুসল্লিরাও আসতে শুরু করেছেন। প্রথম ধাপে অংশ নেবেন দেশের ১৭টি জেলার মুসল্লি। আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। এরপর ২০ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ধাপ। একইভাবে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
প্রথম ধাপে অংশ নেওয়া জেলা ও খিত্তাগুলো হলো- ঢাকা (১-৫ নং খিত্তা), টাঙ্গাইল (৬-৮ নং খিত্তা), ময়মনসিংহ (৯-১১ নং খিত্তা), মৌলভীবাজার (১২ নং খিত্তা), ব্রাহ্মণবাড়ীয়া (১৩ নং খিত্তা), মানিকগঞ্জ (১৪ নং খিত্তা), জয়পুরহাট (১৫ নং খিত্তা), চাঁপাইনবাবগঞ্জ (১৬ নং খিত্তা), রংপুর (১৭ নং খিত্তা), গাজীপুর (১৮-১৯ নং খিত্তা), রাঙামাটি (২০ নং খিত্তা), খাগড়াছড়ি (২১ নং খিত্তা), বান্দরবান (২২ নং খিত্তা), গোপালগঞ্জ (২৩ নং খিত্তা), শরীয়তপুর (২৪ নং খিত্তা), সাতক্ষীরা (২৫ নং খিত্তা) ও যশোর (২৬-২৭ নং খিত্তা)।
ইজতেমায় ৫ স্তরের নিরাপত্তা
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত বিশ্ব ইজতেমা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ইজতেমার আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ইজতেমা সার্বিকভাবে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য গতবারের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। খিত্তায় খিত্তায় সাদা পোশাকের পুলিশ মোতায়েনসহ পুরো ময়দান সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তাদের সঙ্গে ইজতেমার দুই পর্বেই শরিক হবেন প্রায় ১০০ দেশের তাবলীগের বিদেশি মেহমান।
অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মো. ফজলুল হক নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। বিশ্ব ইজতেমায় অংশ নিতে বুধবার টঙ্গী আসেন তিনি।
ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন সিএইচটি মিডিয়াকে জানান, বৃহস্পতিবার সকালে ফজলুল তার নির্ধারিত খিত্তার (থাকার জায়গা) বাইরে পানি আনতে যান। পানি নিয়ে খিত্তায় ফেরার পর অসুস্থ বোধ করেন তিনি।
পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান গিয়াস।
তিনি জানান, দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে ফজলুল হকের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।