শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চিতলমারীতে সবজির বাম্পার ফলন
চিতলমারীতে সবজির বাম্পার ফলন
বাগেরহাট প্রতিনিধি :: (১মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) বাগেরহাটের চিতলমারীতে চলতি রবি মৌসুমে সবজির বাম্পার ফলন হয়েছে। চাষীরা উৎপাদিত সবজির স্থানীয় চাহিদা মিটিয়ে তা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানী করে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনছেন।
বিগত বছরের তুলনায় চলতি ২০১৬-২০১৭ আর্থিক বছরে এখানে সবজির উৎপাদন হয়েছে ১৫, ৫০০ মেট্রিক টন যার বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি টাকা। ২০১৫-২০১৬ অর্থ বছরে এখানে সবজির উৎপাদন ছিল ৯, ২৭০ মেঃ টন যার বাজার মুল্য ছিল ১৮ কোটি ৫০লক্ষ টাকা।
সে তুলনায় এবার রেকর্ড সংখ্যক সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছেন এখানকার চাষীরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ উপজেলায় প্রায় ৩২, ০০০ কৃষক পরিবার সবজি চাষের সাথে প্রত্যক্ষ-পরোক্ষ্য ভাবে জড়িত রয়েছেন । তাদের আবাদকৃত ৭৬০হেক্টর জমিতে এবার চলতি রবি মৌসুমে সবজির মধ্যে ছিল উন্নত জাতের হাইটম, লাভলী ওবিজলী নামের টমেটো। এসকল টমেটোর প্রতি হেক্টরে ফলন দাঁড়িয়েছে ৭০ থেকে ৭৫ মেঃ টন। উন্নত জাতের লাউ, মিষ্টি কুমড়া, শাকের মধ্যে লালশাক, পালনশাক, মুলা, পাতাশিম, বডবটি, বেগুন, ফুলকপ, বাঁধাকপি, ওলকপি সহপ্রভৃতি সবজি চাষেএবার বাম্পার ফলন হওয়ায় চাষীরা আর্থিক ভাবে অনেক লাভবান হয়ে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনছেন । এব্যপারে উপজেলা কৃষিঅফিসার মো. আবুল হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, চলতি মৌসুমে এখানে রেকর্ড সংখ্যক সবজির উৎপাদন হয়েছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামীতে ওসবজি চাষে এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদি ।