রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি চিড়াই কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি’র নির্বাচন সম্পন্ন
রাঙামাটি চিড়াই কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি’র নির্বাচন সম্পন্ন
ষ্টাফ রিপোর্টার :: (২মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাঙামাটি চিড়াই কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ১৪ জানুয়ারি শনিবার এর ত্রি-বার্ষিক নির্বাচন শেষ হয়েছে।
মো. জসিম উদ্দীন সভাপতি ও মো. হাসমত আলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার ১৪জানুয়ারী সমিতি কার্যালয়ে সকাল সাড়ে আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলার সকল সমিলের ব্যবসায়ীদের এই সংগঠরে ৯টি পদের বিপরিতে ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ধন্ধীতা করেন। সভাপতি পদে মো. জসিম উদ্দিন ছাতা প্রতীক নিয়ে ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. ইসহাক পেয়েছেন ২৫ ভোট। সাধারন সম্পাদক পদে মো. হাসমত আলী দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৭১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. রমজান হরিণ প্রতীক পেয়েছেন ১৮ ভোট। যুগ্ম-সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম (বাপ্পি) হাস প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধ মো. ইসমাইল হোসেন পেয়েছেন ৩৪ ভোট। প্রচার সম্পাদক পদে তৌহিদুল আলম মামুন ফুটবল প্রতীক নিয়ে ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. বেলাল হোসেন পেয়েছেন ৩৩ ভোট। সদস্য পদে মো. এনায়েত করিম মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭, মো. গিয়াস উদ্দিন আজম হোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫, নান্টু দে মই প্রতীক নিয়ে পেয়েছে ৪৬ ও সিরাজুল ইসলাম প্রজাপতি প্রতীকে নিয়ে পেয়েছেন ২৮ ভোট।
বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন (শামীম), অর্থ সম্পাদক পদে মো. নুরুল আলম, দপ্তর সম্পাদক পদে পিন্টু চৌধুরী ও সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. নঈম উদ্দিন চৌধুরী।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন রাঙামাটি সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাক্য উজ্জল চাকমা। কমিশনের অপর দুই সদস্য হলেন নুর মোহাম্মদ ও জাহিদুল ইসলাম জাহিদ।
নির্বাচন কমিশনের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, শনিবার সকাল থেকে সমিতির কার্যলয়ে ৯৩ জন ভোটারের মধ্যে ৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সহযোগিতা করার জন্য আইন-শৃংখলা বাহিনীর সদস্য সহ সকলকে ধন্যাবাদ জানান নির্বাচন কমিশনের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ।