রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে ১০৮ বাড়িতে বিদ্যুত সংযোগ প্রদান
ঈশ্বরদীতে ১০৮ বাড়িতে বিদ্যুত সংযোগ প্রদান
ঈশ্বরদী প্রতিনিধি :: (২ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৮মি.) রামেশ্বরপুর ও চক বংশী গ্রামের দু’কিলোমিটার এলাকার অজো পাড়া গাঁয়ের ৭৪ বাড়িতে বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে। ১৫ জানুয়ারি রবিবার বেলা ১১ টায় বিদ্যুত সংযোগ উপলক্ষে স্থানীয় ধান খোলাতে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এ্যাড.আবুল কালাম আজাদ এমপি । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,আওয়ামীলীগ নেতা আফতাব হোসেন ঝুলফু,ইসাহক আলী, আরইবির ডিজিএম গোলাম মোর্তজা,শহিদুল ইসলাম স্বপন,আলাউদ্দিন আহমেদ ও সেলিম রেজা। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,আলতাব উদ্দিন আহমেদ,আলমগীর হোসেন,আলাউদ্দিন। অনুষ্ঠানে স্লুইচ টিপে আলো জালিয়ে ৭৪ বাড়িতে বিদ্যুৎ র্সযোগ প্রদান করেন। একই অনুষ্ঠানে এলাকার ১০১ জন বিএনপি সমর্থিত সাধারণ মানুষ আওয়ামীলীগ ও প্রধান মন্ত্রীর প্রতি খুশী হয়ে আওয়ামীলীগে যোগদান করেন। পরে বিকালে এক কিলোমিটার দীর্ঘ নওয়া পাড়ার ৩৪ বাড়িতেও বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।