রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মুক্তিযোদ্ধার উপর হামলা
ঝিনাইদহে মুক্তিযোদ্ধার উপর হামলা
ঝিনাইদহ প্রতিনিধি :: (২ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫২মি.) ঝিনাইদহে আবার ও মুক্তিযোদ্ধার এক মুক্তিযোদ্ধার উপর হামলা হয়েছে। ১৫ জানুয়ারি রবিবার দুপুর ২.৩০ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে ইউনুছ আলী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে ৩ যুবক। জানা গেছে, মুক্তিযোদ্ধা ইউনুছ আলী বাড়ি ঝিনাইদহ শহরের ভুটিয়ার গাদি গ্রামে। তিনি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঝিনাইদহ সদর উপজেলার মুক্তিযোদ্ধা সিদ্দিক আমাম্মেদ জানান, দুপুর ২.৩০ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ার গাদি গ্রামের গোলাম হায়দারের ছেলে হিমেল ও তার সাথে আরও ২ জন আমার কাছে এসে মুক্তিযোদ্ধাদের নামের তালিকার কপি প্রয়োজন বলে দাবী করে এবং বলে ইনতাজ আলী কি ভাবে মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেল ? আমার বাবার নাম কেন তালিকায় স্থান পেল না। আমি তাকে তালিকার কপি দিতে অস্বীকার করলে বাহিরে গিয়ে মুক্তিযোদ্ধা ইউনুছ আলী কে বাঁশ দিয়ে পিটিয়ে আহাত করে। আমি মুক্তিযোদ্ধার উপর হামলাকারী হিমেলের শাস্তি দাবী করছি এবং তীব্র নিন্দা জানাই।
হাসপাতালে আহত মুক্তিযোদ্ধা ইউনুছ আলী সাংবাদিকদের বলেন, আমি মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে দাড়িয়ে ছিলাম হঠাৎ করে মুক্তিযোদ্ধা অফিসের ভিতর থেকে ভুটিয়ার গাদি গ্রামের জৈনিক হিমেল, তাসের ও আহাম্মদের ছেলে আমাকে ইনতাজ আলী কি ভাবে শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠল ? বলে বাঁশ দিয়ে আমাকে পিটানো শুরু করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার সাংবাদিকদের বলেন, এধরনের কোন প্রকার হামলারখবর পায়নি, পেলে ব্যাবস্থা নিব। মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে ঐ ছেলেটির ক্ষোভের কারনে সামান্য চেয়ার টেবিল ধাক্কাধাক্কি করেছে। বাঁশ দিয়ে পিটানর খবর সঠিক নয়।