শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শীতলক্ষ্যা থেকে বিলাসবহুল গাড়ি উদ্ধার
শীতলক্ষ্যা থেকে বিলাসবহুল গাড়ি উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৪৫মি.) গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে একটি বিলাসবহুল প্রাডো (ঢাকা মেট্রো ঘ ১১-২০২৯) গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে গাড়িটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে বাজারের এক ব্যবসায়ী প্রথমে পানির নিচে একটি গাড়ি দেখতে পায়। পরে খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পানির নিচ থেকে গাড়ি উঠায়।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সিএইচটি মিডিয়াকে বলেন, নারায়ণপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে বাদল সরকারের মাছের ঘেরের ভেতর থেকে একটি গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। গাড়িতে কিছু পাওয়া যায়নি। উদ্ধারকৃত সিলভার রংয়ের টয়োটা প্রাডো এ জীপ গাড়িটির নম্বর প্লেটে ঢাকা মেট্রো-ঘ-১১-২০২৯ লেখা রয়েছে। মালিকের পরিচয় জানতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কেউ গাড়িটি চুরি করে তা নদীতে রেখে দিয়েছে বলে ধারণা করছেন ওসি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।