রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটিরাঙ্গায় ক্ষুদ্রঋন ইউনিয়নের সাধারন সভা
মাটিরাঙ্গায় ক্ষুদ্রঋন ইউনিয়নের সাধারন সভা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়নের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প-খাগড়াছড়ি এর সম্মিলিত উদ্যেগ ও মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়নের আয়োজনে ২২ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়নের সভাপতি চানমনি ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরণ জয় ত্রিপুরা । তিনি মাটিরাঙ্গাা ক্রেডিট ইউনিয়ন পরিচালনার পদ্ধতির প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন,সরকারের মতো কারিতাসও নারী সমাজের উন্নয়নসহ অর্থনৈতিকভাবে দুর্বল পাহাড়ের জনপদের মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তিনি মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়নের ভবিষ্যৎ উন্নতি কামনা করে বলেন-যারা এই প্রতিষ্ঠানে নিজেদের কষ্টার্জিত টাকা সঞ্চয়ের মাধ্যমে জমা করছেন তাদেরকে আরো সচেতন হতে হবে। ক্রেডিট ইউনিয়নের টাকা আপনাদের নিজেদের টাকা উল্লেখ করে সময় মতো নিজের ঋন পরিশোধ ও অন্যের ঋনের টাকা পরিশোধে তদারকিসহ প্রস্তাবিত প্রকল্পের ঋন যথাযথ বাস্তবায়নের গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি এই জনপদে বসবাসরত সকলের ছেলেমেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান। এর আগে মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক হাইদার আলী স্বাগত বক্তব্যে বলেন আমরা ৬ বছর যাবৎ মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়ন সেবা দিয়ে যাচ্ছি এই জনপদে এবং এ পর্যন্ত ১৮ লক্ষ্য টাকা (সঞ্চয়) হয়েছে। সদ্যস্যদের মতামতের বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি। সভার বিশেষ অতিথি খাগড়াছড়ি জেলার জুনিয়র প্রজেক্ট অফিসার কিশোর ত্রিপুরা বলেন মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়ন মাটিরাঙ্গায় মানুষের ভাগ্যউন্নয়ন ও আর্ত্থসামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা,স্বাস্থ্য সহ নানা বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করেছে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এএলএনটি সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা মানবাধিকার কমিশন সভাপতি আতশী মারমা, মাটিরাঙ্গা ওয়াচু মৌজার হেডম্যান অংসাপ্রæ চৌধুরী। মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়ন পরিচালনা,পর্যবেক্ষন,প্রকল্প গ্রহন কমিটির মনোরঞ্জন ত্রিপুরা, মর্মসিংহ ত্রিপুরা,আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। পরে ত্রিপুরা সম্প্রাদায় শিল্পীদের নৃত্য পরিবেশন ও শ্রেষ্ঠ সমিতির সভাপতিকে পুরস্কার প্রদানসহ মাটিরাঙ্গা ক্রেডিট ইউনিয়নের নিজস্ব আয়োজনে র্যাফেল ড্র এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দগণ