মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
বিশ্বনাথে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১১মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মি.) ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সপ্তাহ ২৪ জানুয়ারি মঙ্গলবার সকালে শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন, বিশ্বনাথ বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা মাধ্যমিক সোলায়ামান হোসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাজুল, আশিক আলী ও ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।
মেলায় উপজেলার স্কুল, মাদরাসা ও কলেজ মিলে ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার প্রথম দিনে উক্ত প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত স্টলে তাদের প্রকল্প উপস্থাপন করে। দ্বিতীয় দিন ২৫জুানয়ারি মেলা স্থানে বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।