শুক্রবার ● ২৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » জাতীয় » ত্যাগীদের মূল্যায়ন করুন : ওবায়দুল কাদের
ত্যাগীদের মূল্যায়ন করুন : ওবায়দুল কাদের
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৪ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৩মি.) আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাদের উদ্দ্যেশে বলেছেন ত্যাগীদের মূল্যায়ন করুন, ভদ্র ও শিক্ষিত লোকদের দিয়ে কমিটি করুন, যারা অভিমান করে দুরে সরে গেছে তাদের দলে বেড়ান, তাহলেই আগামীতে আওয়ামীলীগকে ক্ষমতায় আনা সম্ভব।
পাতি নেতা, সিকি নেতা দিয়ে দল ও মঞ্চ ভরে গেছে। মঞ্চের লোক কমান। অন্যস্থায় দল ক্ষতিগ্রস্থ হবে। পাশাপাশি দেশও ক্ষতিগ্রস্থ হবে। আসুন অন্য কাউকে নয়, শেখ হাসিনাকে নেতা মেনে, তার নেতৃত্বে দল করি, তাহলেই দলের ও দেশের ভাল হবে। দেশও এগিয়ে যাবে। উন্নয়নও হবে। এসময় জেলার সকল কমিটি পূনাঙ্গ করার উপর গুরুত্বারোপ করে নিজের পছন্দের লোককে নয়, দলের ত্যাগী ও পরিক্ষিতদের দিয়ে কমিটি করার তাগিদ দেন ওবায়দুল কাদের বলেন, পকেট কমিটি না করে, স্ব-স্ব এলাকায় গিয়ে ত্যাগীদের দিয়ে কমিটি গঠন করুন। মনে রাখবেন, বাগানের ফুল শুকিয়ে যায়, কিন্ত ভালবাসার ফুল কখনও শুকায়না। তাই কর্মীদের ভালবাসা আদায়ের চেষ্টা করুন। তাদের ভালবাসুন।
উত্তরাঞ্চলে সফরের শুরুতে ২৭ জানুয়ারি শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এখন নালিশ পার্টিতে পরিনত হয়েছে। তারা ঘরে বসে শুধু নালিশ করে যাচ্ছে। তারা শুধু আন্দোলনের ডাক দেয় আর বলে কোরবানী পরে, পরীক্ষার পরে, এ বছর নয়, সামনে বছর আন্দোলনের জন্য মাঠে নামবো। কিন্তু মাঠে নামে না, শুধু ঘরেই বসে থাকে। যদি তাদের কেন্দ্রীয় কমিটির ৫৮৬ জনও মাঠে নামতো তবুও বলতাম তারা মাঠে আছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে সিরাজগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, সহ-সভাপতি এ্যাড: কে,এম হোসেন আলী হাসান বক্তব্য রাখেন।
সভায় মন্ত্রীর সফর সঙ্গী আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ বুলবুল, সাধারন সম্পাদক এস,এম জাকির হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন।