শুক্রবার ● ২৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়
কাউখালীতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়
কাউখালী প্রতিনিধি :: (১৪ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৩মি.) কাউখালী উপজেলার প্রত্যন্ত পাহাড়ী এলাকায় অবস্থিত নাইল্যছড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরন ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওযামীলীগ কলমপতি ইউনিয়ন শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন লিডার, আওয়ামীলীগ কলমপতি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. আবু তাহের শাহজান, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক মো. ইব্রাহীম আযাদ, সাংবাদিক মো. ওমর ফারুক প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের হেড মাওলানা মো. হাছান মাসুদ, মেম্বার মংথুই প্রু মারমা, মো. মাইনুদ্দিন, সাবেক মেম্বার মো. আলমগীর হোসেন, শিক্ষানুরাগী হাজি মো. মহররম আলী, মো. নাছির উদ্দিন সহ বিদ্যালয়ের বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. মোস্তফা কামাল মহিন।
আলোচনা সভা শুরুতেই প্রধান অতিথি ও অন্যন্য অতিথিবৃন্দকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে বরন করে নেন এবং প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ হতে ক্রেষ্ঠ প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক পুরুস্কার তুলে দেওয়া হয় এবং বিদায়ী এসএসসি পরিক্ষার্থীদের জন্য সফল কামনায় দোয়া করা হয়।