বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বিজয় দিবস পালনে নতুন পরিকল্পনা
মাটিরাঙ্গায় বিজয় দিবস পালনে নতুন পরিকল্পনা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস’২০১৫ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ৷ নতুন নতুন আইডিয়ার সংমিশ্রণে সাজানো হয়েছে এ বছর বিজয় দিবস পালনের অনুষ্ঠান সূচীকে ৷ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ নভেম্বর ২০১৫ তারিখ সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও বিএম মশিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভা ৷
প্রস্তুতি সভার সভাপতি ইউএনও বিএম মশিউর রহমান আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে জানায়,এ বছর বিজয় দিবস পালনের অনুষ্ঠান সূচীকে ২ দিনব্যপী করা হয়েছে৷ “স্বাধীনতা ও বঙ্গবন্ধু” শীর্ষক রচনা প্রতিযোগীতা থাকবে ১ম দিন ৫ম ও ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্যে ৷ অন্যদিকে ৯ম শ্রেনী থেকে দ্বাদশ( কলেজ) শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে রচনা প্রতিযোগীতায় বিষয় থাকবে- মুক্তিযুদ্ধের চেতনায় ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ছাত্রছাত্রীদের ভুমিকা ৷ ২য় দিন ৩১বার তপোধবনির মধ্য দিয়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ,সকাল সাড়ে ৮টায় মাটিরাঙ্গা মডেল প্রাইমারী মাঠে পুলিশ,আনসার,ভিডিপিসহ বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপেস্ন প্রদর্শন,খেলাধূলা,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন,মসজিদ-মন্দির-গীর্জায় দেশের সম্বৃদ্ধি কামনায় প্রার্থনা,মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ আয়োজন ফ্রি চিকিত্সা সেবা ও ঔষধ সরবরাহ,প্রীতি ফুটবল ম্যাচ(পৌরসভা ও উপজেলা প্রশাসনের মধ্যে),মহিলা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৷
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,এসিল্যান্ড ইমরম্নল কায়েস, মাটিরাঙ্গা থানার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আ:লীগের সভাপতি হারম্ননর রশীদ ফরাজী,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন,মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা,মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির আহবায়ক আবুল হাশেম ভুইয়া,উপজেলা মুক্তিযোদ্ধা সভাপতি মুনছুর আলী,প্রমুখ৷
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা, উপজেলা মেডিকেল অফিসার ডা: পরাগ দে,মাটিরাঙ্গা দুপ্রক সভাপতি মোঃ আবদুল রহিম,ব্রীক ফিল্ড মালিক মুজিবুর রহমান(মুজিব চেয়ারম্যান),জসিম উদ্দিন কন্ট্রাকটর, সাবেক বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন,ব্যবসায়ী সোহাগ মজুমদার , রঞ্জিত পালসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী, প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা৷
আপলোড : ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.১৩ মিঃ