মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিকের মোটর সাইকেলে ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টা
সাংবাদিকের মোটর সাইকেলে ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টা
বরগুনা প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.১৪মি.) সাংবাদিকের মোটর সাইকেলে ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টা করেছে একটি চক্র। গত ২৮ জানুয়ারি শনিবার রাত নয়টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে দৈনিক যায়যায়দিন ও বৈশাখী টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মিজানুর রহমানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।এ
ঘটনায় শনিবার রাতেই মিজানুর রহমান বরগুনা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। জানা গেছে শনিবার সন্ধ্যার পর মিজানুর বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে বঙ্গবন্ধু সড়কের তাঁর অফিসে যান। এ সময় তাঁর
মটরসাইকেল অফিসের সামনে রেখে অফিস
থেকে বের হয়ে শহরের ভিতর যান। রাত পৌনে নয়টার
দিকে মিজানুরের মুঠোফোনে একটি
ফোনকলের মাধ্যমে জানানো হয় “আপনার পিছনে শয়তান লেগেছে এবং আপনার মোটর সাইকেলে ইয়াবা রাখা আছে”। এ সংবাদ শোনার পর মিজানুর হতবাক হয়ে যান এবং তাৎক্ষনিক বরগুনা প্রেসক্লাবে তার সহকর্মীদের জানান। তারা দ্রুত তাঁর অফিসের সামনে এসে তার মোটর সাইকেল তল্লাসি করে দেখেন উইনসেটে সামনে পকেট টিস্যুর ভিতরে পলিথিন দিয়ে পেঁচানো ১৮পিচ ইয়াবা রাখা আছে। পরে বরগুনা
প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সাংবাদিকরা বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কাছে ১৮পিচ ইয়াবা জমা দেন এবং মিজানুরের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
মিজানুর রহমান সিএইচটি মিডিয়াকে বলেন, রাত পৌনে নয়টার দিকে আমার
মুঠোফোনে একটি কল আসলে জানানো হয় আপনার পিছনে শয়তান লেগেছে এবং
আপনার মোটর সাইকেলে ইয়াবা রাখা আছে। আপনি তাড়াতাড়ি তা সরিয়ে ফেলুন। এ সংবাদ শোনার পর আমি হতবাক হয়ে যাই এবং তাৎক্ষনিক বরগুনা প্রেসক্লাবে আমার সহকর্মীদের জানাই ।আমার সহকর্মীরা এসে দেখেন আমার মোটর সাইকেলের উইনসেটের ভিতরে টিস্যু প্যাকেটে পলিথিন দিয়ে মোড়ানো ১৮পিচ রাখা হয়েছে। তিনি আরও বলেন,গত কয়েকদির ধরে খাদ্য বিভাগের এক কর্মকর্তার দূর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করায় ওই পক্ষটি আমার উপর ক্ষুদ্ধ ছিল।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ বলেন,একজন সংবাদকর্মীর মোটর সাইকেলে এভাবে ইয়াবা রেখে ফাঁসানো চেষ্টা ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ
প্রশাসনের প্রতি দাবি জানান।
বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা কাদের বলেন, মিজানুর রহমান এ সংবাদ জানানো সাথে সাথে আমরা তার অফিসের সামনে আসি। তাৎক্ষনিকভাবে আমরা বরগুনা থানায় ১৮পিচ ইয়াবা জমা দেই এবং এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়। মিজানুরের প্রতি এ ধরনের ন্যাক্করজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি ।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ হোসেন বলেন,বৈশাখী টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মিজানুরের পক্ষ থেকে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেও খুজেঁ বের করার চেষ্টা চলছে। উল্লেখ্য বরগুনা খাদ্য বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়ম নিয়ে গত কয়েকদিন ধরে মিজানুর রহমান সংবাদ প্রকাশ করে আসছিল। ওই পক্ষটি তাঁর উপর ক্ষুদ্ধ ছিল।