বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে ৬ ঝুট গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরে ৬ ঝুট গুদামে অগ্নিকাণ্ড
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় ছয়টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ এর আগে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকায় সন্ধ্যায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ৷
৩ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়েছে বলে ধারণা করা হচ্ছে ৷
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে আমবাগ এলাকার মোতালেব হোসেনের ঝুটের গুদামে আগুন লাগে ৷ মুহূতের্র মধ্যে সে আগুন পার্শবর্তী আবদুল করিম, আবদুর হালিম, মোশারফ হোসেন, শহীদ ও রেজাউল হকের টিনশেডের ঝুটের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে ৷
এ খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে রাত ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ৷
এ অগি্নকাণ্ডের ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি ৷
এর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকায় ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ৷
স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল জানান, ৩ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে চান্দ্রা জোড়া পাম্প এলাকায় স্থানীয় সুমন মিয়ার ঝুট গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়৷ আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে৷ পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ আগুনে ওই গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে এবং এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৷
এদিকে ওই গোডাউনে কোনো বৈদ্যুতিক লাইন না থাকায় আগুনের সূত্রপাত সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি ৷ তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা ৷
অপলোড : ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.১৩ মিঃ