বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » দরিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান : ড. শিরিন শারমিন চৌধুরী
দরিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান : ড. শিরিন শারমিন চৌধুরী
ঢাকা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরও বেগবান ও টেকসই করতে সমাজভিত্তিক সংগঠনসমূহকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ৷
আজ ঢাকার খামারবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে অক্সফ্যাম ও সহযোগী সংগঠনসমূহ আয়োজিত ‘সম অংশগ্রহণমূলক উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক সংগঠন সমূহের জাতীয় সম্মেলন-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহবান জানান ৷
তিনি এসময় বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নয়ন অর্জিত হয়েছে তাতে সমাজভিত্তিক সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন ৷
তিনি আরো বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব নয় ৷ টেকসই উন্নয়নের জন্য ধনী-দরিদ্র্যের মাঝে ব্যবধান কমিয়ে আনতে হবে ৷ তাই দরিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিশেষ উন্নয়ন পরিকল্পণা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান ৷
স্পীকার বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ৷ সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসমূহ একযোগে কাজ করলে ফলপ্রসু উন্নয়ন সম্ভব ৷ তাই তিনি সমাজভিত্তিক সংগঠনসমূহকে সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহবান জানান ৷
অক্সফ্যামের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি. সোনেজির সভাপতিত্বে অনুষ্ঠানে মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ৷ অক্সফ্যাম, বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর এম.বি আখতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ৷ এছাড়া ”সিড়ি” সংস্থার এক্সিকিউটিভ অফিসার এইমন টেইলর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৷
আপলোড : ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২০ মিঃ