রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উদাসীনতায় হালনাগাদ হয় না উখিয়ার তথ্য বাতায়ন
উদাসীনতায় হালনাগাদ হয় না উখিয়ার তথ্য বাতায়ন
উখিয়া প্রতিনিধি :: (২৩ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৩মি.) সারাদেশের ন্যায় উদাসীনতায় হালনাগাদ হয় না উখিয়ার তথ্য বাতায়ন। বাংলাদেশের প্রবেশদ্বার কিংবা এই পোর্টালের মাধ্যমে দেশের সরকারি সকল অফিসের সাথে সহজে যোগাযোগ করার মাধ্যম হলেও ব্যাহত হচ্ছে নিয়মিত আপডেট করার অভাবে।
জাতীয় তথ্য বাতায়ন বিশ্বের অন্যতম বৃহত্তম তথ্য বাতায়ন যা বাংলাদেশের সকল সরকারি অফিসের তথ্য দ্বারা সমৃদ্ধ। সরকারি উদ্যোগে ২৫ হাজার সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট একসূত্রে সংযুক্ত করার নজির বিশ্বের বুকে সর্বপ্রথম বাংলাদেশেই স্থাপিত হয়েছে। সরকারের প্রতিটি দপ্তরের মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিরলস পরিশ্রমের ফসল এ তথ্য বাতায়ন। সব ধরণের তথ্য ও সেবা ছাড়াও এ বাতায়নে রয়েছে বাংলাদেশের পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য, পুরাকীর্তি ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি। সকল সরকারি ওয়েবসাইটকে একত্রে সংযুক্ত করে প্রতিটি নাগরিকের তথ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতেই এই জাতীয় বাতায়ন করা হয়েছে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা এবং সরকার ও নাগরিকের মধ্যকার দূরত্ব কমানোর লক্ষ্যে এ বাতায়নের যাত্রা। ক্রমেই এর ব্যাপ্তি বিশাল হয়ে এখন ২৫ হাজার সাইটের অনন্য এক তথ্য ভান্ডারে পরিণত হয়েছে।
একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আওতায় দেশের সকল সরকারি ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরা; কেন্দ্র অর্থ্যাৎ মন্ত্রণালয়/বিভাগ থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত তথ্য প্রবাহ নিশ্চিত করা; জাতীয় তথ্য বাতায়ন সেবামুখী ও ব্যবহারকারী বান্ধব এবং সহজে হালনাগাদ যোগ্য হলেও নিয়মিত হালনাগাদ করছে না স্ব স্ব প্রতিষ্ঠান।
একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে বাংলাদেশ সরকারের এই ওয়েব পোর্টাল সরকারি সেবাসমূহের সর্বশেষ তথ্য প্রদান করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। সকল সরকারি ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটি মাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-গভর্নেন্স উদ্যোগ। এই ওয়েব পোর্টালের মাধ্যমেই প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় বাংলাদেশ সরকারের সেবাসমূহের সব রকম তথ্য সহজে জনগণের কাছে পৌঁছাতে চায়। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে যা সেবাকুঞ্জ নামীয় সেবা বাতায়নে রয়েছে এবং সেবাসমূহ যাতে খুব সহজেই প্রদান করা যায় সে লক্ষ্যে সার্ভিস প্রসেস ম্যাপ তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সরকারের জনপ্রিয় সেবাসমূহের সবরকম তথ্য, সরকারি কাঠামোর মৌলিক তথ্য, সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবপোর্টালের তথ্য, পোর্টালে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক এ ওয়েবপোর্টাল থেকে সহজে পাওয়ার কথা।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন বলেন, জাতীয় তথ্য বাতায়নটি স্ব-স্ব অফিস থেকে আপডেট রাখার কথা। কিন্তু কর্মকর্তা, কর্মচারীদের উদাসীনতার কারণে এটা হয়ত: নিয়মিত আপডেট হচ্ছে না।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ২৫ আগষ্ট ২০১৬সালে উখিয়া থানায় যোগদান করলেও অদ্যবধি বাংলাদেশ তথ্য বাতায়নে তাঁর প্রোফাইল আপডেট করা হয়নি। তথ্য গুলো কে আপডেট কারা করবে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। একই অবস্থা উপজেলা প্রকৌশলীর কার্যালয়েও।
বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশ হতে সকল শ্রেণীর ব্যবহারকারীগণ তাদের প্রয়োজন অনুসারে এই ওয়েব পোর্টাল ব্যবহার করলেও তথ্য-উপাত্ত হালনাগাদ না থাকায় ইউনিক ভিজিট যেমন কমে যাচ্ছে তেমনি সাধারণ তথ্য বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। জাতীয় তথ্য বাতায়নের মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটটি নিয়মিত হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আন্তরিকতার পাশাপাশি তথ্যমন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন সুশীল সমাজ।