মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ধর্ম » ওসমানীনগরে আন্তর্জাতিক কিরাত সম্মেলন
ওসমানীনগরে আন্তর্জাতিক কিরাত সম্মেলন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও ১৫ তম তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। আল্লাহ আকবর ধ্বনীতে মুখরিত ছিল গোটা মাহফিল স্থল। হাজার হাজার জনতার উপস্থিতি আর বিশ্ব বরেন্য ক্বারীদের মনোমুগ্ধকর তেলাওয়াতে উপস্থিত জনতা আল্লাহ আল্লাহ বলে উৎসাহ প্রদানের দৃশ্য এ যেন এক বিশাল ঈমানী চেতনার বহিঃপ্রকাশ। ৫ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে গোয়ালাবাজারস্থ ইলাশপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুআনের তিলাওয়াত শুনতে সিলেট বিভাগের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার মানুষ জমায়েত হন।
পৃথক অধিবেশনের মধ্য দিয়ে বিশাল সম্মেলন অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ¦ আব্দুল মতিন চৌধুরী ও গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক। সাধারন সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী ও মাওলানা আব্দুর রবএর পরিচালনায় অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।
মাহফিলে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরীদ্বী, শাইখ মুহাম্মদ আল-হোসাইনী ই’তা, ইরানের কারী জাফর ফারদী, ভারতের কারী তৈয়্যব জামাল, বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, অধ্যক্ষ কারী জ. উ. ম. আব্দুল মুনঈম সিলেট।
বাদ যোহর থেকে এশা পর্যন্ত মহাগ্রন্ত্র আল কোরআন থেকে তাফসির পেশ করেন ড. আল্লামা সরকার কফিল উদ্দিন সালেহী, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মনোওর আলী, আররি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, জমিয়াতুল মুদারছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, মাওলানা পীরজাদা মাহবুবুর রহমান, সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লুৎফুর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বোয়ালজুড় ইউপির চেয়ারম্যান আনহার মিয়া।
উপস্থিত ছিলেন তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, সমাজ সেবক আবদাল মিয়া, আনা মিয়া, আলতাফুর রহমান সুহেল, কামরুল ইসলাম, দিলদার আহমদ, ফয়েজ আহমদ, পরিষদের সহ সভাপতি হাজি আজির উদ্দিন, আনহার আহমদ, কাজী মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুম, মাওলানা আছকর আলী, অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, মাও.আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ আব্দুল জব্বার, মাওলানা আক্তার আলী, মাওলানা মুজতবা আহমদ মিছলু, মাওলানা আব্দুল মতিন গজনবী, মাওলানা লুৎফুর রহমান সিরাজী, আলাউর রহমান আলা, কবির আহমদ, হাজী ধন মিয়া, হাজী সোনাহর আলী, মাওলানা হুমায়নুর রহমান লেখন, হাফিজ তৌরিছ আলী, জুবায়ের আহমদ রাজু, মাওলানা সুলতান আহমদ, হাজী তছর উদ্দিন, এডভোকেট সাহিদুর রহমান চৌধুরী, মাওলানা আবুল কালাম আজাদ, আব্দুল হান্নান তহুর, মাওলানা রফিকুল ইসলাম মুবিন, মাওলানা মুহিবুর রহমান, হাজী পংকি মিয়া, মাওলানা কাজী আব্দুল বাছিত, মাওলানা আব্দুছ ছালাম, বেলাল আহমদ, তছন মিয়া, মাওলানা সৈয়দ মওদুদ আহমদ, মাওলানা ইউনুছ আলী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ওলিদুর রহমান, কারী আবুল কালাম আজাদ, তালামীয নেতা আলী হায়দার, মামুনুর রশিদ, মো: গৌছুজ্জামান, হাফিজ আজাদ আলী, মাজহারুল ইসলাম, হাফিজ আব্দুল কুদ্দুছ, শাফির আহমদ, আব্দুস শহীদ, মাওলানা ইয়াকুব আলী, শিবুল আহমদ খান, ইমন আহমদ, জুনেদ আহমদ, ছালেহ আহমদ, আব্দুল আমিন, আব্দুল আলীম, সুমন আহমদ, জাহাঙ্গির আলম, রাসেল আহমদ, মাহবুব আহমদ, হাফিজ কবির আহমদ, আবিদুর রহমান, রেহেন আলী, মাসুম আহমদ, হাফিজ মনির আহমদ, হাফিজ আসাদ আহমদ, প্রমূখ।
প্রসঙ্গত ওসমানীনগর বালাগঞ্জের এ সংগঠনটি ১৫ বছর ধরে তাফসির মাহফিলসহ বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করে আসছে।